Rachana Banerjee – সদ্য হারিয়েছেন বাবাকে, তবে দর্শকদের অনুরোধে ‘দিদি নং ১’এ ফিরলেন রচনা

বাংলা টেলিভিশনের অন্যতম একটি জনপ্রিয় রিয়্যালিটি গেম শো (Reality Game Show) হল ‘জি বাংলা’ (Zee Bangla) -র ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No. 1)। বাংলার ‘দিদি’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হলেও টেলিভিশন জগতের ‘দিদি’ (Didi) বলতে বর্তমানে সবাই টলিউডের জনপ্রিয় অভিনেত্রী (Tollywood Actress) রচনা ব্যানার্জী (Rachana Banerjee)-কেই বোঝেন৷ তাঁর আগে একাধিক জনপ্রিয় মুখ এই রিয়্যালিটি শো-এ সঞ্চলিকার (Anchor) ভূমিকা পালন করলেও রচনা ব্যানার্জীর সঞ্চালনাই দর্শকের মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। তাই তাঁকে ছাড়া ‘দিদি নং ওয়ান’ ভাবতেই পারে না দর্শক।

পাশাপাশি, অভিনেত্রী তথা সঞ্চালক রচনা ব্যানার্জীর কাছেও এই শো অত্যন্তই কাছের। তাই, বাবার মৃত্যুর শোক ভুলতে ফের ‘দিদি নাম্বার ওয়ান’ এর পর্দায় ফিরলেন অভিনেত্রী। সোমবার থেকেই ফের টিভির পর্দায় দর্শকের কাছে ‘দিদি’ রূপে ফিরলেন রচনা। তবে শোক লুকাতে না পেরে ক্যামেরার সামনেই আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী। গত ১৫ ই নভেম্বর সকালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হন অভিনেত্রী রচনা ব্যানার্জী বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (Rabindranath Banerjee)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বাবার মৃত্যুতে স্বাভাবিকভাবেই গভীর শোকাহত হয়ে পড়েছিলেন রচনা। বাবার শেষকৃত্যের ক্রিয়া ক্রিয়াসম্পন্ন করতে ‘দিদি নাম্বার ওয়ান’ সহ একাধিক শ্যুটিং ও অন্যান্য সমস্ত কাজ থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী।

দিদি নাম্বার ওয়ানের খবর,বাংলা টেলিভিশনের খবর,রচনা ব্যানার্জীর খবর,প্রয়াত অভিনেত্রী রচনা ব্যানার্জীর বাবা,ধারাবাহিকের বাংলা খবর,Didi Number One News,Bangla Television News,Rachna Banerjee's News,Late Actress Rachna Banerjee's Father,Serial Bangla Khabar,রচনা বানার্জিই দিদি নাম্বার ওয়ান,Rachana Banerjee back at didi no 1

এই সময় চ্যানেল কতৃপক্ষের সিদ্ধান্তে রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে সাময়িকভাবে সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয় ঐ চ্যানেলেরই অন্য একটি শো ‘রান্নাঘর’-এর সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee) এবং টেলিভিশন ও বর্তমানে ওয়েবসিরিজ খ্যাত অভিনেতা সৌরভ দাস (Sourav Das) কে। তবে ‘দিদি নাম্বার ওয়ান’-র সঞ্চালনায় সুদীপা চ্যাটার্জী এবং সৌরভ দাসকে সহজে গ্রহণ করতে পারেনি দর্শক। দর্শকদের একাংশ ভেবেই নিয়েছিলেন হয়তো তাদের প্রিয় ‘দিদি’কে সরিয়ে দেওয়া হয়েছে এই শো থেকে। ফলতঃ নেটদুনিয়ায় বেশ সাড়া পড়ে গিয়েছিল এই নিয়ে। অনেকেই প্রথমদিকে রচনা ব্যানার্জীর জীবনের এই শোকের ঘটনা জানতেন না। তাই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ‘দিদিকে চাই’ (Didike Chai) বলে রবও তুলেছিলেন অভিনেত্রীর ফ্যানেরা।

এর আগের একটি সিজনে-ও এই রিয়্যালিটি শো-এর সঞ্চালনার ভূমিকায় ছিলেন অন্য এক জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। তবে তাঁকেও সেই সময় মেনে নিতে পারেননি দর্শকমহল। দর্শকদের কাছে ‘দিদি নাম্বার ওয়ান’ ও রচনা ব্যানার্জী যেন এক অবিচ্ছেদ্য অংশ। তাই বেশিদিন ‘দিদি নাম্বার ওয়ান’ এর শ্যুটিং ফ্লোর থেকে দূরে থাকা সম্ভব হল না অভিনেত্রীর।শনিবার ফের ‘দিদি নাম্বার ওয়ান’ শুটিং ফ্লোরে ফিরে অভিনেত্রী তথা সঞ্চালিকা বলেন, “আমার ছুটিতে থাকাটা আমার বাবা মোটেই পছন্দ করতেন না। তাই ছুটি নিতেই পারতাম না আমি। তাই সকলের মধ্যে ফিরে এসে, কাজের মধ্যে ফিরে এসে শোককে পিছনে ফেলতে চাইছেন আমি এবং এই প্রতিযোগীরাই আমাকে সবসময় আমায় হাসিখুশি রাখেন।” ‘দিদি নাম্বার ওয়ান’-এ বর্তমানে চলছে পিকনিক স্পেশাল (Picnic Special) এপিসোড এবং এর শুটিং হচ্ছে খোলা মাঠে। তাই মন ভালো করার উপায় অনেক থাকলেও পিতৃহারা হওয়ার শোক ভুলতে পারছেন না অভিনেত্রী।

বারংবার শ্যুটিংয়ের মাঝেই কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। বারংবার ঘুরে ফিরে বাবার কথাই বলেছেন তিনি। তিনি বলেছেন, “এখন আর বাড়ি ফিরতে দেরি হল কেন বলার কেউ রইল না।” বাবা খুব আদরের ছিলেন রচনা তিনি। কেরিয়ারের গোড়ার দিকে যখন কাজের জন্য বেশিরভাগ সময় ওড়িশা এবং হায়দরাবাদে থাকতেন রচনা। সেই সময়, অভিনেত্রীর বাবাই থাকতেন তাঁর সঙ্গে গিয়ে ও তাঁর মা থাকতেন কলকাতার বাড়িতে। শ্যুটিং ফ্লোরে ফিরেই দর্শকদের তাঁর প্রতি এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন ‘দিদি নাম্বার ওয়ান’-এর ‘দিদি’ রচনা ব্যানার্জী। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন সুদীপা ও সৌরভকেও তাঁর অনুপস্থিতিতে এই কাজ সুন্দরভাবে উপস্থাপন করার জন্যও।




Back to top button