ফের মিঠাইতে হাজির এক সন্দেহজনক চরিত্র, তবে কি রিকিরূপী সিদ্ধার্থের পর্দা খুলতেই আগমন তার!

জি বাংলার অতি জনপ্রিয় এক ধারাবাহিক হল মিঠাই ( Mithai ) । গত বছর থেকেই বাংলা ধারাবাহিকের জগতে বিশাল আলোড়ন ফেলেছিল এই ধারাবাহিকটি। টিআরপি তালিকায় বেশিরভাগ সময়েই প্রথম স্থান অধিকার করে এসেছে এই ধারাবাহিক। অল্প সময়ের মধ্যে দর্শকদের কাছেও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল মিঠাই ধারাবাহিক। ধারাবাহিকে সিদ্ধার্থ মরে যাওয়ার পর থেকেই একের পর এক রোমাঞ্চকর ঘটনা ঘটে চলেছে। যার ফলে দর্শকদের মনে কৌতুহল বেড়েই চলেছে। একের পর এক নতুন চরিত্রের আগমন ঘটে চলেছে ধারাবাহিকটিতে। সম্প্রতি ধারাবাহিকে আবারও প্রবেশ ঘটল এক নতুন চরিত্রের ( New character appears in mithai Serial ) ।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইতে বেশ কিছুদিন আগে ধারাবাহিকের নায়ক সিদ্ধার্থের মৃত্যু ঘটেছিল। যার ফলে দর্শকদের মন ভাঙলেও পরে রিকির বেশে সিদ্ধার্থকে দেখে দর্শকেরা আনন্দ পেয়েছিল। তবে এরপর থেকেই ধারাবাহিকে নিত্য নতুন চরিত্রের প্রবেশ ঘটে চলেছে। ইতিমধ্যেই আরো এক নতুন চরিত্রের প্রবেশ ঘটেছে মিঠাই ধারাবাহিকে। স্যান্ডির গার্লফ্রেন্ড পিংকির চরিত্রে ধারাবাহিকে প্রবেশ করেছেন অভিনেত্রী অনন্যা গুহ। তবে তার চরিত্র ঠিক কিরূপ হবে তা নিয়ে দর্শকদের মনে এখনও সংশয় রয়েছে। এখনও অব্দি পিংকির আসল রূপ দেখানো হয়নি ধারাবাহিকে।

img 20220511 212121

সম্প্রতি দেখা গিয়েছে ধারাবাহিকে সম্পূর্ণ হিন্দি ভাষাতে কথা বলছে পিংকি। ধারাবাহিকে যেহেতু পিংকি বাঙালি নয় সেই কারণেই বাংলা ভাষায় কথা বলতে শোনা যায়নি তাকে। আর পিংকির সেই হিন্দি ভাষায় কথা শুনেই দর্শকের মনে সন্দেহ বাসা বেঁধেছে। দর্শকেরা মনে করছেন হয়তো ওমির বোনই হল এই পিংকি। আর ওমির কথা শুনেই হয়তো মনোহরা বাড়িতে এসে উপস্থিত হয়েছে সে।

img 20220511 212223

পিংকির আগমনের পর থেকেই অনেক প্রশ্ন বাসা বেঁধেছে দর্শকের মনে। অনেকের মতে রিকি আসলে সিদ্ধার্থ কিনা সেটা জানার জন্যই ওমি নিজের বোনকে মনোহরা বাড়িতে পাঠিয়েছে। তবে ধারাবাহিকে আপাতত পিংকির কোন নেগেটিভ চরিত্র সামনে আসেনি। স্যান্ডি সাথে খুব সুন্দর একটি মিষ্টি মেয়ের মতোই মিশতে দেখা গেছে পিংকিকে। শুধু তাই নয় সেই পরিবারের বাকি সকলের সঙ্গেও খুবই ভালভাবে মিশে গেছে পিংকি। তবে দর্শকের কাছে পিংকির ভালোমানুষি একটু অস্বস্তির লাগছে। কেননা ওমি আগারওয়ালকে একটুও ভরসা করেন না দর্শকরা। তাই তাদের মতে ওমি আগারওয়াল নিজের বোন পিংকিকে মনোহরাতে বিভিন্ন খবর জানার জন্যই পাঠিয়েছে।

আরও পড়ুন: এ যেন সম্পত্তির দৌড়! করণ থেকে সঞ্জয় পরিচালকদের সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন আপনিও the amount of assets of directors Sanjay to Karan

তবে এখন অব্দি পিংকির চরিত্র ভালো না খারাপ তা বুঝে উঠতে পারেননি দর্শকরা। ইতিমধ্যে ধারাবাহিকে অনেক কিছুই ঘটে গেছে। এবং আগামীতেও ধারাবাহিকে অনেক রহস্য এবং রোমাঞ্চকর ঘটনা সামনে আসতে চলেছে। আর এই জন্যই ধারাবাহিকে পিংকির চরিত্র ভালো না খারাপ তা বুঝতে গেলে টিভির পর্দায় চোখ রাখতে হবে।

আরও পড়ুন: টেলি তারকাদের ভাইরাল ছোটবেলার ছবি। দেখে নিন আপনার প্রিয় অভিনেতাকে




Leave a Reply

Back to top button