তারাদের দেশে অভিষেক! শ্রদ্ধায় তারকার নামেই রাখা হল মহাকাশের তারার নাম

প্রত্যুষা সরকার, কলকাতা: ২৪ মার্চ, ২০২২ সালে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমণ করেন টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা সকলের প্রিয় অভিষেক চট্টোপাধ্যায় ( Abhishek chatterjee )। দেখতে দেখতে কেটে গেছে প্রায় তিন মাস। মৃত্যুর পরও একাধিক বার নানা চর্চায় উঠে এসেছে তাঁর নাম। এবার আবার অতুন করে চর্চার বিষয় হয়ে উঠলেন অভিষেক। মৃত্যুর পরেও এবার যেন তাঁর স্ত্রী কন্যা তাঁকে দেখতে পান সেই ব্যবস্থায় হল।

ব্যপারটা খুব অদ্ভুত লাগছে তাই না। মৃত্যুর পর ছবি আর স্মৃতি ছাড়া আর কিছুই থাকে না। ছোটবেলায় অনেকবার শুনেছি মানুষ মরে গেলে নাকি আকাশের তারা হয়ে যায়। আবার অনেকে মনে করেন যখন একজন মারা যায়, তখন তাঁর আত্মা দেহ ত্যাগ করে এবং পার্থিব দেহ আগুনে পুড়ে যায় (হিন্দু ধর্ম অনুসারে) এবং পঞ্চভুতে অদৃশ্য হয়ে যায়। অভিষেক ( Abhishek chatterjee ) চলে যাওয়ার পর ঠিক এমন করেই অভিনেতার স্মৃতি আগলে আছেন তাঁর পরিবার। মেয়ে ডলও বাবাকে খোঁজার চেষ্টা করতে পারে আকাশে। তবে এবার পুতুল সত্যিই বাবাকে খুঁজে পাবে আকাশের তারায়। সেই তারার সঙ্গেই করতে পারবে সুখ-দুঃখের গল্প।

img 20220611 200512

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানালেন সৌমেন চট্টোপাধ্যায়। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের শেষ ছবি ছিল ‘পঞ্চভূজ’। আর সেই ছবিরই প্রযোজক সৌমেন চট্টোপাধ্যায়। শুটিং চলাকালীন প্রযোজককে এক অদ্ভুত প্রশ্ন করেছিলেন আভিনেতা ( Abhishek chatterjee )। তিনি বলেন, ‘আমি মারা গেলে আমার নামে একটা তারা বানিয়ে দেবে সৌমেনদা’। আর ঘটনাচক্রে এর পরেই মৃত্যু হয় তার।

img 20220611 200225

মৃত নায়ক এর স্মরণে তার শেষ ইচ্ছা পূরণের জন্য শেষমেষ সত্যিই মহাকাশের এক তারার নামকরণে উদ্যোগী হয়েছেন প্রযোজক সৌমেন চট্টোপাধ্যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ‘ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ‘র সৌজন্যে মৃত টলিউড অভিনেতার ( Abhishek chatterjee ) নামে করা করেছে মহাকাশে একটি তারার নামকরণ। এই ঘটনায় খুবই খুশি অভিষেকের স্ত্রী সংযুক্তা এবং মেয়ে সাইনা। এখন সে চাইলেই রাতের আকাশে তার বাবাকে খুঁজে পেতে পারে। বাবার সাথে কথা বলতে পারে। অভিষেকও সেই দূর আকাশ থেকে মেয়ে ও তার স্ত্রীকে আশীর্বাদ করতে পারবে।

img 20220611 200349

সংবাদমাধ্যম দেওয়া সৌমেন বাবুর তথ্য থেকে জানা যায়, মনোসেরোস বা ইউনিকর্ন নক্ষত্রমণ্ডলের নক্ষত্রের নামানুসারে অভিষেক নামকরণ করা হয়েছে। ‘ইউনিকর্ন’- সেই এক শিংওয়ালা ঘোড়া যার কান্না সকলের সমস্ত দুঃখ কেড়ে নেয়। তারাটির বিশালিতা ১৬.৪৪ ম্যাগ। -৫.৫২৮৫ ডিগ্রী ডেক্লিনেশন এবং ৭ ঘন্টা ১৭ মিনিট ৫৪.০২ এস-এ ( রাইট অ্যাসেশন )। ৪ এপ্রিল, ২০২২ সাল থেকে তারকাটির নাম হয়েছে ‘অভিষেক চ্যাটার্জি’। তারাটি এবার সর্বদা স্ত্রী সংযুক্তা এবং কন্যা সাইনাকে ( ডল ) তার উজ্জ্বলতা দেবে।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “ আমার বাবা-মায়ের নামেও তারা আছে আকাশে। সেই তারার নাম তাপসী-সন্তোষ। আর এই ব্যাপারটাই অভিষেক শুনে বললেন, ‘আমি চলে গেলে আমার নামে একটা তারা করে দেবে।’ আমি নিজেও একজন ক্যান্সার রোগী। সেদিন ওঁর মুখে সেই কথাটা শুনেছিলাম। সে ( Abhishek chatterjee ) আমার আগেই চলে গেল। জানেন আমি কিছুই ভুলতে পারি না ওঁর মতো একজন মানুষকে ঈশ্বর আমার আগে নিলেন! আমি অভিষেকের ইচ্ছাটা রাখতে পেরেছি মাত্র। আজ সত্যিই ওঁর নামে আকাশে একটি তারা আছে। কেবল বাংলার নয়, সারা দেশে অভিষেকই এমন অভিনেতা, যাঁর নামে তারা আছে ব্রহ্মান্ডে। আমাদের কত তারকা আছে – সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, কে এই উদ্যোগ নিয়ে তাঁদের নামে তারার নামকরণ করেছে বলুনতো।”




Leave a Reply

Back to top button