KRK-র বায়োপিক নিয়ে টুইট অভিষেকের, টুইটের অভিনব স্টাইলে হাসির ঝড় নেটপাড়ায়

অহেলিকা দও, কলকাতা : খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে কামাল আর খান-এর বায়োপিক ( Kamaal R. Khan )। সেটার ট্রেলার ইতিমধ্যে পৌঁছে গেছে নেটপাড়ায়। এই ট্রেলার শেয়ার করেই এই স্বঘোষিত অভিনেতা, পরিচালক, প্রযোজক, চলচ্চিত্র সমালোচকের উদ্দেশে শুভেচ্ছা বার্তা পাঠালেন অভিষেক বচ্চন ( Abhishek Bachchan )। তবে সেটা তার ব্যক্তিগত স্টাইলে। এই স্টাইল দেখে হাসিতে ফেটে পরলো নেটিজেনরা।

ট্রেলার শেয়ার করে অভিষেক টুইটারে লিখলেন, ‘শুভেচ্ছা কামাল আর খান ( Kamaal R. Khan )। আর সঙ্গে আমাদের ভালো হোক।’ এর উত্তরে কামাল আর খান লিখেছেন, ‘থ্যাঙ্কইউ ভাইজান’। এর আগে অমিতাভ বচ্চন নিজেও কামালের বায়োগ্রাফি নিয়ে টুইট করেছিলেন। শুভেচ্ছা জানিয়েছেন কার্তিক আরিয়ানও।

kamaal r. khan

জুনিয়ার বচ্চনের টুইট নিয়ে খুব হাসাহাসি নেটপাড়ায়। একজন লিখেছেন, ‘পুরো চেটে দিয়েছে’। আরেকজনের মন্তব্য, ‘আরেকটা সাংঘাতিক বাজে সিনেমা আসছে ভাই’। তো কেউ মনে করছেন কামালকে জব্দ করতে পারেন একমাত্র অভিষেকই।

গোটা বলিউডকে ট্রোল করার পর অভিষেকের ট্রোলিংয়ের মুখে কামাল রশিদ খান ( Kamaal R. Khan )। ছোটে বচ্চনের টুইট নিয়ে রীতিমতো হাসাহাসি নেটপাড়ায়। বলিউডকে ট্রোল করার কোনও সুযোগই ছাড়েন না কামাল রশিদ খান ওরফে কেআরকে। তবে এবার কেআরকে-কেই ট্রোল করে দিলেন অভিষেক বচ্চন। আর এসব দেখে বেশ চওড়া হাসি ফুটে উঠল নেটপাড়ার মুখে।

এর আগে ফেব্রুয়ারি মাসে টুইটারেই হালকা ঝামেলা লেগেছিল কামাল ( Kamaal R. Khan ) আর অভিষেকের মধ্যে। সেই সময় মালায়ালি ছবি ‘বাশী’-র প্রশংসা করে একটি পোস্ট লেখেন অভিষেক। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন টবিনো থমাস এবং কীর্তি সুরেশ। টুইটারে তা নিয়ে শুভেচ্ছা জানান পর্দার নতুন বব বিশ্বাস। আর সেই টুইট রিটুইট করে কেআরকে লেখেন, ‘ভাই তোমারা, বলিউডের লোকজনেরাও কখনও একটু অসাধারণ সিনেমা তৈরি করতে পারো!’

আরও পড়ুন…সংসার চালাতে বি গ্রেড ছবিতে অভিনয় ! অমিতাভের কীর্তিতে হতবাক নেট পাড়া

এবার অভিষেকের কাছ থেকে জবাব আসে, ‘নিশ্চয় চেষ্টা করব। আপনি তো বানিয়ে ছিলেন না… দেশদ্রোহী’। অভিষেকের এই জবাব দেখে হাসির ঝড় নেটপাড়ায়। উল্লেখ্যে, কেআরকে ( Kamaal R. Khan ) ২০০৮ সালে তৈরি করেছিলেন এই ছবি। ‘দেশদ্রোহী’র কাহিনি নিজেই লিখেছেন, ছবির হিরোও ছিলেন তিনি, পাশাপাশি প্রয়োজনার দায়িত্বও সামলে ছিলেন। বলিউডের সুপারফ্লপ মুভির তালিকায় রয়েছে এই মুভি।

আরও পড়ুন…শুধুই পল্লবী-বিদিশা নয়! আজও রহস্যের চাদরে ঢাকা এই বাঙালি অভিনেত্রীদের মৃত্যু




Leave a Reply

Back to top button