টলিউডে শোকের ছায়া! জ্যেষ্ঠ কন্যাহারা অভিনেতা দীপঙ্কর দে

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা দীপঙ্কর দে-এর কন্যা বৈশালী

পূর্বাশা, হুগলি: টলিপাড়ার নামল শোকের ছায়া। বুধবার হৃদরোগের আক্রান্ত হয়ে প্রয়াত দীপঙ্কর দে
-এর কন্যা বৈশালী দে। বাহান্ন বছর বয়সে জীবনাবসান হল তাঁর। কিছুদিন আগেই অসুস্থ অবস্থায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু শেষ লড়াইতে হার মানতে হল তাঁকে।বুধবার রাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৈশালী।

Tollywood,Actor,Family,Daughter,Tollywood news

অভিনেতা দীপঙ্কর দের জ্যেষ্ঠ কন্যা বৈশালী। পেশাগতভাবে বিনোদন জগতের সঙ্গেই যুক্ত ছিলেন তিনি। অভিনেতা দীপঙ্করের দুই কন্যার মধ্যে বৈশালী ছিলেন বাবার অত্যন্ত আপন। ইতিমধ্যে কন্যাশোকে ভেঙে পড়েছেন দীপঙ্কর দে। দে-পরিবারে নেমেছে শোকের ছায়া। বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যমকে এই খবর জানান অভিনেতা। বাহান্ন বছর বয়সে জীবনের সঙ্গে সূত্র ছিঁড়লেন বৈশালী।

Tollywood,Actor,Family,Daughter,Tollywood news

বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে সংসার বেঁধেছেন অভিনেতা দীপঙ্কর। দুজনের সম্পর্ক নিয়ে এখনও আলোচনা চলে। যদিও বর্তমানে কাজে ব্যস্ত থাকায় অভিনেতার দুর্দিনে পাশে থাকতে পারেন নি অভিনেত্রী।।তবে দূরে থেকেও যোগাযোগ রেখেছেন তিনি।




Leave a Reply

Back to top button