“বলিউডকেও পেরিয়ে গেছে দক্ষিণী সিনেমা”, মহেশ বাবু’র বিস্ফোরক মন্তব্যে শোরগোল বি-টাউনে

মন্টি শীল, কলকাতা : দক্ষিণী সিনেমা, সম্প্রতি এই ফিল্ম ইন্ডাস্ট্রি গোটা বিশ্বে বেশ জনপ্রিয়। এর কারণ হল এই ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় হিট সিনেমার সঙ্গে সঙ্গে সিনেমার অভিনেতাদের অসাধারণ অভিনয়। যার ফলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। দক্ষিণী সিনেমার এই রমরমা বাজার দেখে রীতিমতো ব্যাক ফুটে চলে গিয়েছে বলিউডের হিন্দি সিনেমা। RRR এবং KGF Chapter 2 বক্স অফিসে মুক্তি পাওয়ার পর মাছি মারার কার্য ক্রম দেখা দিয়েছে বি-টাউনে।

আর বলিউডের এই ঘা-কে আরও পোক্ত করতে বক্স অফিসে মুক্তি পেতে চলেছে দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় সুপারস্টার অভিনেতা মহেশ বাবুর সিনেমা। সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘মেজর’ সিনেমা। আর গত সোমবার এই আসন্ন সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। সেই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন সিনেমা পরিচালক সহ-অভিনেতা অভিনেত্রী সহ সিনেমার মূখ্য চরিত্রে অভিনীত অভিনেতা মহেশ বাবু। ওই দিনের অনুষ্ঠানে অভিনেতা বলেছেন, দক্ষিনী সিনেমা ভারতীয় বিনোদন জগতের অর্থ পুরোপুরি ভাবেই বদলে দিয়েছে।

10c43

আরও পড়ুন ….শাহরুখ থেকে রণবীর! কাজের বিনিময়ে যৌনলালসার শিকার হতে হয়েছিল এই বলি হিরোদের
আরও পড়ুন ….প্রেমে মগ্ন শত্রুঘ্ন কন্যা! সলমনকে এড়িয়ে কোন ছেলেতে মন সোনাক্ষীর?

অভিনেতার মূলত বক্তব্য একটাই, তিনি শুধু মাত্র একজন প্যান ইন্ডিয়ান তারকা হিসেবে নন, সমগ্র ভারতের তারকা হিসেবে গোটা দেশ জুড়ে দক্ষিণী সিনেমাকে প্রসারিত করা। অভিনেতা বলেছেন, দক্ষিনী সিনেমা বিনোদন জগতের অন্যান্য অংশ যেমন টলিউড, বলিউডকে টপকে জাতীয় সিনেমায় পরিচিতি পেতে চলেছে। অভিনেতার এই রূপ মন্তব্যের পর রীতিমতো আলোচনা শুরু হয়েছে বিনোদন জগতের সর্বত্র। তবে এই দিনের অনুষ্ঠানে অভিনেতা যে মন্তব্য করেছেন তাতে এই আলোচনায় বাড়তি অক্সিজেন জোগাতে সাহায্য করবে বলে মত সকলের।

10c42

আরও পড়ুন ….ছবির ছোট্ট এই মেয়েই আজ কাঁপাচ্ছে টেলিভিশনের পর্দা, দেখুন তো অভিনেত্রীকে চিনতে পারেন কি না!

কিন্তু এমনকি বললেন এই অভিনেতা যার দরুন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসতে হল মহেশ বাবুকে। জানা গিয়েছে, দক্ষিনী অভিনেতা মহেশ বাবু মন্তব্য করেছেন যে, তিনি অতীতে বহুবার বলিউড সিনেমাতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি সেই সুযোগ ফিরিয়ে দিয়েছেন। কারণ, অভিনেতার মতে বলিউড তাকে সামর্থ্য দিতে অক্ষম। তা ছাড়াও তার জনপ্রিয়তা দক্ষিণী সিনেমা জুড়ে। আর তিনি এই বিপুল জনপ্রিয়তাকে নষ্ট করতে চাননা। যদিও এই মন্তব্যের পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে প্রায় সর্বত্র। কিন্তু এবার দেখার ট্রেলার প্রকাশনার দিন যদি এইরূপ আলোচনা হয় তবে সিনেমা মুক্তির পর কিরূপ আলোচনা হতে চলেছে। জানা গিয়েছে এই ‘মেজর’ সিনেমাটি ২০০৮ সালে ঘটে যাওয়া মুম্বাই হামলার পটভূমিতে রচিত। যা খুব সম্প্রতি মুক্তি পেতে চলেছে বড় পর্দায়।




Leave a Reply

Back to top button