৪ মাসেই সমাপ্তি! কাহিনী নাকি দর্শকের অভাব, কোন কারণে শেষ জলসা ঘরের এই ধারাবাহিক

প্রত্যুষা সরকার, কলকাতা: বাঙালির সন্ধ্যের আড্ডার একটা বড়ো অংশই হয়ে উঠেছে বাংলা মেগা সিরিয়াল ( Serial )। সারা দিনের বিভিন্ন কাজের শেষে সন্ধ্যে বেলার চায়ের সঙ্গি হয়ে উঠেছে বাংলা ধারাবাহিক। সন্ধ্যে থেকে রাত পর্যন্ত বিভিন্ন ভাবে এন্টারটেইনমেন্ট দিয়ে যায় বাড়ির মেয়েদের। দিনে দিনে দর্শক মহলেও বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদাও। তাই দর্শকদের চাহিদা মেটাতেই বিনোদন মূলক চ্যানেলগুলি আনছে একের পর এক নিত্যনতুন সিরিয়ালের লম্বা লাইন। কয়েকমাস আগে স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল এক ভিন্ন স্বাদের নতুন সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)।

মাস খানেক আগেই শুরু হয়েছে এই ধারাবাহিকটি। এই সিরিয়ালের মূলমন্ত্র হল, ‘রূপ নয়, গুণ দিয়েই মানুষের আসল বিচার হয়’। শুরু থেকেই টি আরপি তালিকাতেও দারুণ রেজাল্ট এই সিরিয়ালের (Anurager Chonwa)। দীপা সূর্যর মিষ্টি প্রেমের গল্প মন জয় করেছে দর্শকদের। ধারাবাহিকটিতে সূর্যর চরিত্রে অভিনয় করতে দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা দীপার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ।

img 20220505 184353

তবে এত কিছুর মধ্যে বেস কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে নতুন খবর (Anurager Chonwa)। শোনা যাচ্ছে, কম টিআরপির কারণে এবং গল্পের নতুন মোড় খুঁজে না পাওয়ায় বন্ধের মুখে অনুরাগের ছোঁয়া। এই খবর শুনে মন খারাপ সিরিয়াল ভক্তদের।

img 20220505 184222

চ্যানেলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গিয়েও অনেকে এই ধারাবাহিক বন্ধ নিয়ে নানান প্রশ্ন শুরু হয়েছে (Anurager Chonwa)। অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের মুখ্য চরিত্র সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত। দিব্যজ্যোতি বলেন, ‘খবরটা আমার কানেও এসেছে। আমি জানি না এই ধরনের ভুয়ো খবর কেন ছড়ানো হচ্ছে।’ অভিনেতার দাবি, ‘আমাদের ধারাবাহিকটি যে সময় চলে সেই সময়ে আইপিএলের দ্বিতীয় ইনিংস চলে। তারপরেও আমাদের টিআরপি হাই। তাহলে বন্ধ হবে কেন?’

আরও পড়ুন – জন্মের আগেই হবু সন্তানের লিঙ্গ নির্ধারণের চেষ্টা! জনস্বার্থ মামলা দায়ের রণবীর সিংয়ের বিরুদ্ধে

ধারাবাহিক বন্ধ হওয়ার খবরে অস্বস্তিতে দীপা ওরফে স্বস্তিকা ঘোষ। তিনি জানান, আমাকে তো পরিবার আর বন্ধু-বান্ধবরা ফোন করে এসব জানতে চাইছে।’ অভিনেতাদের সাথে সাথে এইসব ভুয়ো খবরে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন ধারাবাহিকের পরিচালক (Anurager Chonwa)।

আরও পড়ুন – খুব শীঘ্রই OTT-তে আসতে চলেছে KGF Chapter 2, এত কোটি টাকায় বিক্রি হল স্বত্ব




Leave a Reply

Back to top button