অবশেষে হল তাঁর ইচ্ছেপূরণ! ‘দেবী’ রূপে পর্দায় আসছেন অভিনেত্রী মধুবনী…
অনেকদিনের ইচ্ছে অবশেষে পূরণ হল অভিনেত্রী মধুবনীর।

পূর্বাশা, হুগলি: টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী। টেলিভিশনের ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকের মধ্যে দিয়ে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। পরপর বেশ কিছু ধারাবাহিকে নজর কেড়েছেন তিনি। তবে তাঁর মনে ছিল এক ইচ্ছে। কোনোও এক দেবীর ভূমিকায় অভিনয় করতে চেয়েছিলেন তিনি। কিন্তু মিলছিল
না সুযোগ। কিন্তু অবশেষে ইচ্ছাপূরণ হল মধুবনীর।
সকলের কাছে শেয়ার করেছেন নিজের অভিজ্ঞতা।
সান বাংলায় শুরু হওয়া এক নতুন ধারাবাহিক ‘শ্যামা’-তে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী মধুবনী। এই ধারাবাহিকে তারা মায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। মধুবনী ছাড়াও ‘শ্যামা’ ধারাবাহিকে অভিনয় করবেন হানি বাফনা ও টুম্পা ঘোষ। ধার্মিক গল্পের পাশাপাশি এই ধারাবাহিকে সংসার, ভালোবাসা ও জীবনের টানাপোড়েনের গল্প শোনাবে ‘শ্যামা’।
সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী মধুবনী জানান, ‘শ্যামা’ ধারাবাহিক নিয়ে তিনি বেশ উত্তেজিত। বহুদিন ধরে মায়ের কোনোও এক চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন তিনি। এবার এল তাঁর সুযোগ। ফলে ‘শ্যামা’ ধারাবাহিক ও তারা মায়ের চরিত্রটি অভিনেত্রী মধুবনীর কাছে বিশেষ আকর্ষণের জায়গা।