“উচ্চাকাঙ্ক্ষা জেরেই এই পরিণতি!”, মডেলদের আত্মহত্যার প্রসঙ্গে বিস্ফোরক অভিনেত্রী নুসরাত

রাজ্যের বিনোদন জগতের(Entertainment) আকাশে কালো মেঘের ঘনঘটা। একের পর এক মৃত্যু সংবাদ ঘিরে ধরেছে কলাকুশলীমহলকে। গতকাল রাতেই মৃত্যু হয় আরও এক উঠতি মডেলের। কসবার বেদিয়াডাঙ্গা এলাকা থেকে উদ্ধার করা হয় সরস্বতী দাস(Saraswati Das) নামে এক উঠতি মডেলের মৃতদেহ। পর পর চারটি রহস্যমৃত্যু। আত্মহত্যার পদ্ধতি দেখে অনেকের ধারণা, শহরে সিরিয়াল কিলিং চলছে।

nusrat jahan commented2

উল্লেখ্য, প্রথমে ১৫ই মে গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মডেল অভিনেত্রী পল্লবী দে’র(Pallavi Dey) মৃতদেহ। এই মৃত্যুর নেপথ্যে অবশ্য দায়ি করা হয়েছে তাঁর লিভ-ইন পার্টনার সাগ্নিককে। তবে পরিস্থিতি এখানেই থেমে থাকেনি। পল্লবী’র মৃত্যুতে যখন শোরগোল পড়েছে টেলিপাড়ায়। এমতাবস্থায়, ফের এক আত্মহত্যা খবর ভেসে ওঠে শহরে। ২৫মে বুধবার নাগেরবাজারের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের(Bidisha Majumdar) মৃতদেহ। পুলিশ তরফে জানা গিয়েছে, প্রেম জনিত সমস্যার কারণে মানসিক অবসাদে ছিলেন অভিনেত্রী। এর আগেও নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষমেশ ব্যর্থ হয়েছিলেন। অবশেষে, অবসাদ তাঁর এই ব্যর্থতাকেই সফলতায় পরিণতি দিল।

nusrat jahan commented

তবে পল্লবী-বিদিশার মৃত্যুতেই থেমে থাকেনি শহরে মডেলদের আত্মহত্যা পর্ব। বিদিশা’র মৃত্যুতে শোকাগ্রস্থ হয়ে শুক্রবার পাটুলির বাড়িতে আত্মহত্যা করেন মডেল মঞ্জুষা নিয়োগী(Manjusha Niyogi)। মৃতের পরিবার তরফে জানা গিয়েছে, বিদিশার মৃত্যুর খবর শোনা মাত্রই শোকাগ্রস্থ হয়ে পড়েন মঞ্জুষা। মন থেকে সেই পরিণতিকে কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। বাড়িতে আত্মহত্যা করার হুমকিও দেয় এক-আধবার। কাজ নিয়ে বেশ কয়েকবার সমস্যার মুখে পড়তে হয় তাঁকে। আকাশ আটে একটি ধারাবাহিকে কাজ করছিল সে। কিন্তু, তারপর থেকে কাজের অকাল শুরু হয়। বারংবার কাজ জোগাড়ে ব্যর্থ হন মঞ্জুষা। পরিবারের ধারণা হয় তো সেই শোকেই আত্মহত্যা করে বসে তাঁদের কন্যা।

আরও পড়ুন……একের পর এক আত্মহত্যা! পল্লবী-বিদিশা পেরিয়ে শহরে উদ্ধার ১৯-এর উঠতি মডেলে মৃতদেহ

আরও পড়ুন……সর্ব সম্মুখেই ডোনার সঙ্গে প্রেমে মেতেছেন সৌরভ! দাদাগিরি’র মঞ্চে জড়িয়ে ধরে চলল কোমর দোলানো

প্রসঙ্গত, টেলিপাড়ার ছোট পর্দার কষ্টকে যেন মান্যতাই দিতে চাননা বড় পর্দার অভিনেত্রীরা। শুক্রবার বসিরহাটে আয়োজিত রক্তদান শিবির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বড় পর্দা খ্যাত অভিনেত্রী নুসরাত জাহান। মডেলদের আত্মহত্যার প্রসঙ্গে তিনি বলেন, “অত্যাধিক উচ্চকাঙ্ক্ষার জেরেই এই পরিণতি হয়ে চলেছে মডেলদের। বিলাসিতায় ডুবে থেকে উন্নতির শিখরে পৌঁছতে পারছেন না। তারপর মানসিকভাবে অবসাদগ্রস্থ হয়ে আত্মহত্যা করে বসছেন।”




Leave a Reply

Back to top button