ঠান্ডা মাথায় ‘খুন’ পল্লবীকে! পুলিশি জেরায় প্রেমিকের মুখ থেকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

প্রত্যুষা সরকার, কলকাতা: যতই কাটছে সময় ততই বারছে রহস্য। গত রবিবার টলিউড অভিনেত্রী পল্লবীর (Pallabi Dey) মৃত্যুর পর থেকে পুলিশি জেরার মুখে পড়েছেন, অভিনেত্রীর ‘প্রেমিক’ সাগ্নিক চক্রবর্তী (Sagnik Chakraborty)। সদ্য প্রেমিকাকে হারিয়ে পুলিশের সামনেই কখনও পড়েছেন ভেঙে, আবার কখনও তাঁর মুখ থেকে উঠে এসেছে অনেক অজানা তথ্য। আর সেই কথা থেকেই ঘনিয়েছে রহস্যের পারদ৷
মৃত অভিনেত্রীর বাবা নীলু দে দাবি করেন, আত্মহত্যা নয় নৃশংসভাবে খুন করা হয়েছে তাঁর মেয়েকে (Pallabi Dey) ৷ আর এদিন সোমবার এই দাবি নিয়েই গরফা থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রীর বাবা। যদিও অভিনেত্রী প্রেমিক সাগ্নিকের দাবি, জর্জরিত হয়ে অবসাদের কারণের আত্মহত্যার পথে হেঁটেছিলেন ‘সিরাজের বেগম’। তবে এদিন শুধু সাগ্নিক নয় তাঁর বিশেষ বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও লিখিত অভিযোগ জমা পড়েছে থানায়৷ যদিও সেই অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়েছেন ঐন্দ্রিলা।
ঐন্দ্রিলা দাবি করেছেন,অভিনেত্রী পল্লবীর সূত্রেই নাকি তিনি চিনতেন সাগ্নিককে। এমনকি পরিচয় হওয়ার পর একবারই দেখা হয়েছিল তাঁদের। এর থেকে বেশি আর কোনও যোগাযোগই ছিলনা তার (Pallabi Dey) সাথে সাগ্নিকের। এদিকে পল্লবীর বাবা আরও জানান, মাঝেমধ্যেই প্রেমিক সাগ্নিককে দামি দামি উপহার দিত তাঁর মেয়ে৷ কখনও দেড় লাখের ল্যাপটপ আবার কখনও অডি গাড়ি, প্রায়শই লেগেই থাকত উপহার দেওয়ার পালা।
তবুও ভালোবাসার মান রাখেননি প্রেমিক সাগ্নিক। সম্পর্কে থাকাকালীন ঐন্দ্রিলার সঙ্গে রাত কাটানোর মতো অভিযোগও উঠে এসেছে মৃত অভিনেত্রীর প্রেমিকের বিরুদ্ধে (Pallabi Dey)। এই সব নানাবিধ অভিযোগের ভিত্তিতে গড়ফা থানায় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের সামনেই গভীর রাত পর্যন্ত জেরা করা হয় সাগ্নিককে৷
আরও পড়ুন – বিদেশে ছুটি কাটাতে গিয়েও থামেনি শরীরচর্চা, জেনে নিন ক্যাটরিনার ফিটনেস রুটিন
জেরার মুখে পরে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসে সাগ্নিককের কাছ থেকে। পল্লবীর বাবার দাবি, অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্কে থাকতে চেয়েই মেয়েকে ঠান্ডা মাথায় খুন করে এই যুবক। পুলিশ সূত্রে খবর, সম্পর্কে থাকা কালিন পল্লবী (Pallabi Dey) ও সাগ্নিক মিলে কিছু সম্পত্তি কিনেছিলেন। সেখান থেকেই কোনও নতুন ঝামেলার সূত্রপাত হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন –“টাকার জন্য সুদীপকে বিয়ে করেছে পৃথা,” ‘ইস্মার্ট জোড়ি’-র মঞ্চে কি জবাব দিলেন এই জুটি?