হাসপাতাল থেকে ‘ভালো আছি’ আপডেট দিলেন ‘জগদ্ধাত্রীর’ সাংভি! অনুরাগীদের ভালোবাসায় আপ্লুত তিনি…
হাসপাতাল থেকে স্বাস্থ্যের আপডেট দিলেন সাংভি ওরফে অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য।

পূর্বাশা, হুগলি: টলিপাড়ার এক পরিচিত মুখ প্রেরণা
ভট্টাচার্য। বর্তমানে তিনি জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে নায়কের বোনের চরিত্রে অভিনয় করছেন। তাঁর চরিত্রের নাম সাংভি। দিব্যি তিনি শ্যুটিং ও কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু তাঁর মাঝেই হঠাৎ করে কী এমন হল অভিনেত্রীর? যার জন্য তাঁকে ভর্তি হতে হল হাসপাতালে? জানা যাচ্ছে, সম্প্রতি অভিনেত্রী প্রেরণার গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন ‘ভালো আছি’।
অসুস্থতা কাটিয়ে এখন সুস্থ হয়ে উঠছেন সাংভি।
হাসপাতালের সবাই তাঁর খুব খেয়াল রাখছেন বলে জানান তিনি। এই কদিনে তাঁর অসুস্থতার খবর শুনে যারা ভালোবাসা পাঠিয়েছিলেন, তাঁদের সবার ভালোবাসা পেয়ে আপ্লুত অভিনেত্রী। সবাই কে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বাবা মায়ের কারণে সুস্থ হয়ে উঠছেন সয়ম্ভুর বোন সাংভি।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম ‘জগদ্ধাত্রী’। ধারাবাহিকে সাংভির চরিত্রে নজর কেড়েছেন প্রেরণা। দর্শকদের প্রার্থনা খুব তাড়াতাড়ি
সুস্থ হয়ে সেটে ফিরে আসুক তিনি।