“তোকে মিস করি রোজ…!” খড়িহীন গাঁটছড়ার স্মৃতিচারণে শ্রীমা

সোলাঙ্কির জন্মদিনে 'বিশেষ' বার্তা শ্রীমার! সঙ্গে এল 'গাঁটছড়ার' স্মৃতিচারণ...

পূর্বাশা, হুগলি: স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’। সম্প্রতি এই ধারাবাহিক থেকে সরে গিয়েছেন অভিনেত্রী সোলাঙ্কি রায়। তারপর থেকেই
মন খারাপ দর্শকদের। শুধু দর্শকরাই নন, মন খারাপ খড়ির বোন দ্যুতিরও। ‘খড়ির’ জন্মদিনে তাই বিশেষ বার্তায় মনের কথা জানালেন তিনি।

Tollywood,Entertainment,Bengali Serial,Bengali Actress,Shreema Bhattacherjee,Solanki Roy

সম্প্রতি ছিল অভিনেত্রী সোলাঙ্কি রায়ের জন্মদিন।
আর সোলাঙ্কির জন্মদিনে তাঁর সঙ্গে কাটানো এক ঝাঁক সুন্দর মুহুর্তের কোলাজ-সহ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, “শুভ জন্মদিন দি, তোকে মিস করি রোজ।” এর সঙ্গে তিনি লিখেছেন, সারা জীবন তিনি সোলাঙ্কিকে পাশে চান। পোস্টের সাথে শেয়ার করেছেন এক গুচ্ছ ছবি।

Tollywood,Entertainment,Bengali Serial,Bengali Actress,Shreema Bhattacherjee,Solanki Roy

গাঁটছড়া ধারাবাহিকে দুই বোনের ভূমিকায় ছিলেন শ্রীমা ও সোলাঙ্কি। অফস্ক্রিনেও যথেষ্ট ভালো সম্পর্ক দুজনের। হাসি, ঠাট্টার মধ্যে দিয়ে সময় কাটান তাঁরা। সেই রঙিন সম্পর্কের এক টুকরো ধরা পড়ল সোলাঙ্কির জন্মদিনে।




Leave a Reply

Back to top button