বলিউডে অভিষেক অভিনেত্রী সৃজলার! এবার ওয়েব প্লাটফর্মে দর্শন দেবেন ‘পিহু’…
বলিউডে অভিষেক হল মন ফাগুনের 'পিহুর'।

পূর্বাশা, হুগলি: টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সৃজলা গুহ। স্টার জলসার ‘মন ফাগুন’ ধারাবাহিকে তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। সেই ধারাবাহিকের সূত্র ধরেই তিনি সৃজলার পরিবর্তে সকলের প্রিয় ‘পিহু’। সিরিয়ালে অভিনয়ের পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। অনুরাগীদের সুখবর দিয়ে সৃজলা এবার পাড়ি জমালেন বলিউডে। অতি শীঘ্রই একটি নেটফ্লিক্স সিরিজে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী।
নেটফ্লিক্সের একটি সিরিজের হাত ধরে বলি পাড়ায় অভিষেক হতে চলেছে সৃজলার। এর আগে বহু টলি অভিনেতা, অভিনেত্রীরা বলিউডে পা রেখেছেন। আর এবার সেই তালিকায় যুক্ত হল সৃজলা গুহ-র নাম। অভিনেত্রীকে নতুন ভূমিকায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর অনুগামীরা।
প্রসঙ্গত, স্টার জলসার ‘মন ফাগুন’ সিরিয়ালে শন ব্যানার্জির বিপরীতে অভিনয় করেছিলেন সৃজলা।
তাদের জুটি বেশ মন কেড়েছিল দর্শক মহলে।
দুজনকে ফের কোনও ধারাবাহিকে একসঙ্গে দেখার আবদার করেন দর্শক। কিন্তু সৃজলা বলি পাড়ায় পাড়ি জমালে এই আবদার কতটা পূরণ হবে, সে বিষয়ে সন্দেহ রয়েছে।