অনেক অনুনয়-বিনয়ের পর অবশেষে সিরিয়ালে ফিরছেন অদিতি, ২৫ বছর পরও অভিনেত্রীকে নিয়ে উন্মাদনা তুঙ্গে

অহেলিকা দও, কলকাতা : ‘এক আকাশের নীচে’র নন্দিনীকে মনে আছে তো? হ্যাঁ এই নন্দিনী অদিতি চট্টোপাধ‍্যায় ( Aditi Chatterjee )। ইতিমধ্যে ছোটপর্দার জনপ্রিয় মুখ তিনি। ‘এক আকাশের নীচে’ থেকে শুরু করে ‘মিঠাই’ ‘পিলু’ প্রমুখ ধারাবাহিকে অদিতির ( Aditi Chatterjee ) সৌন্দর্য এবং অভিনয়ের দক্ষতা উভই মুগ্ধ করেছে দর্শকদের।

বড়পর্দাতেও বহু ছবিতে অভিনয় করেছেন অদিতি ( Aditi Chatterjee )। ঋতুপর্ণ ঘোষের ‘দহন’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও ২০১৭ সালে দেবীপক্ষ, ২০১৫ সালে গোয়েন্দা গিন্নি, এবং ২০১২ সালে চেকমেট ছবিতেও অভিনয় করেছেন তিনি। তারপরই হঠাৎ করে উধাও হয়ে যান তিনি। আর কোনো ছবিতে অভিনয় করেননি অদিতি। পরিবর্তে আপন করে নিয়েছিলেন ছোটপর্দাকে। নায়ক নায়িকাদের মায়ের চরিত্রেই দেখা যায় তাঁকে।

Aditi Chatterjee

সেটা অবশ‍্য মেনে নিয়েছেন অদিতি ( Aditi Chatterjee )। অনেক সময় তো নায়ক আর নায়কের মায়ের বয়স প্রায় কাছাকাছি হয়ে যায়। তবুও অভিনয় করতে বড্ড ভালোবাসেন বলে সেটাই মেনে নিয়েছেন তিনি। ছোটপর্দা তাঁর কাছে দ্বিতীয় সংসারের মতো। তবে এবার পরিচালক জিৎ চক্রবর্তীর অনেক অনুরোধে ফের বড়পর্দায় ফিরছেন তিনি।

Aditi Chatterjee

২৫ বছর পর ফের অভিনয় জগতে ফিরছেন তিনি। ছবির নাম ‘কথামৃত’। সেখানে তাঁর চরিত্রের নাম ‘অনন‍্যা’। তাঁর বিপরীতে ‘বাবু’ ওরফে বিশ্বনাথ বসু। বিশ্বনাথের মাধ‍্যমেই অদিতির সঙ্গে যোগাযোগ করেন পরিচালক। এছাড়াও রয়েছেন কৌশিক গঙ্গোপাধ‍্যায় ও অপরাজিতা আঢ‍্য।

ছোটপর্দার কাজ করতে করতে ইতিমধ্যে একদিনের শুটিংও সেরে ফেলেছেন অভিনেত্রী ( Aditi Chatterjee )। বাকি আরো দুই দিন। বিশ্বনাথের সঙ্গে এই মুহূর্তে পিলু সিরিয়ালেই অভিনয় করেছেন তিনি। এর আগে শ্রীকৃষ্ণ, জয় কালী কলকাত্তেওয়ালীর মতো সিরিয়ালে একসাথে অভিনয় করেছেন তারা।

আরও পড়ুন…বলিউডকেও ছাপাবে ঋতাভরীর ডেস্টিনেশন ওয়েডিং! মুখের ফাঁকেই ফাঁস করলেন নিজের বিয়ের তারিখ

অন‍্যদিকে কৌশিক গঙ্গোপাধ‍্যায়ের পরিচালনায় ‘ভাল বাসা মন্দ বাসা’ সিরিয়ালে অভিনয় করেছেন অদিতি। অবশেষে দীর্ঘ বছর পর ছোটপর্দার বাইরে পা রেখেছেন তিনি। তাঁর এই নতুন লুক দেখার জন্য অপেক্ষারত দর্শকগণ।

আরও পড়ুন…‘টলিউডের থেকে বলিউডে সম্মান বেশি’- বিস্ফোরক টোটো রায়চৌধুরী




Leave a Reply

Back to top button