মিঠাইকে ছেড়ে ছুটিতে আদৃত! স্বামীকে ছেড়ে নিসঙ্গতায় ভুগছেন মিষ্টি অভিনেত্রী

বাংলার বিনোদন জগতে ধারাবাহিকগুলোর মধ্যে একটি জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই। একেবারে প্রথম থেকেই ধারাবাহিকটি দর্শকদের কাছ থেকে ভালোবাসা পেয়ে এসেছে। এমনকি গত বছর থেকেই টিআরপি তালিকার একেবারে শীর্ষস্থান দখল করেছিল এই ধারাবাহিকটি। ধারাবাহিকের মূল আকর্ষণ সিড এবং মিঠাই-এর মধ্যেকার দুষ্টু মিষ্টি ভালোবাসা সকল দর্শকের মনে বিশেষ প্রভাব ফেলেছে। অন স্ক্রিনে তাদের রসায়ন সকল দর্শকের খুবই পছন্দের। তাই অনেক অনুরাগীরা এই জুটিকে অফস্ক্রিনেও একসাথে দেখতে চায়। তবে এমনটা হয়তো সম্ভব নয়। কারণ সম্প্রতি জানা গেছে যে বিয়ের জন্য ‘মিঠাই’ ছেড়েছে আদৃত ( Adrit Roy ) ।

হ্যাঁ ঠিকই শুনেছেন, বিয়ের জন্য ‘মিঠাই’ এর সেট ছেড়েছে আদৃত। তবে সেটা আদৃতের নিজের বিয়ে ছিল না, ছিল তার এক বন্ধুর বিয়ে। আর তার সেই বন্ধুর বিয়েতে আমন্ত্রণ পাওয়ার পর সেখানে যাওয়ার উদ্দেশ্যেই ‘মিঠাই’ এর শুটিং থেকে অনেক পূর্বেই ছুটি নিয়ে নিয়েছিলেন আদৃত ( Adrit Roy leave mithai to attend marriage ) । আর ছুটি নিয়েই বন্ধুর বিয়েতে অংশগ্রহণ করতে একেবারে দুর্গাপুর গিয়ে হাজির হন আদৃত।

img 20220614 215241

জি বাংলার জনপ্রিয় ‘রানী রাসমণি’ ধারাবাহিকে জগদম্বার পুত্রবধূ প্রসন্ন ওরফে সোমাশ্রী ভট্টাচার্যকে কম বেশী সকলেই চেনে। ইতিমধ্যেই সেই রুপোলি পর্দার তারকা সোমাশ্রী ভট্টাচার্যের বিয়ে সম্পন্ন হয়েছে তারই প্রেমিক শুভম মিত্রের সঙ্গে। জানা গেছে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এই দুজনের মধ্যে। আর শেষমেষ তাদের সম্পর্কের শুভ পরিণয় হল সম্পন্ন হল। প্রসঙ্গত গত বছর অক্টোবর মাসেই আইনিভাবে বিয়ে সম্পন্ন করেছিলেন তারা। তবে এ বছর মহা ধুমধামে নিজেদের বিয়ে সারলেন। আর সেই বিয়েতেই পাত্রপক্ষের তরফ থেকে আমন্ত্রিত ছিল আদৃত।

img 20220614 215417

আসলে সোমাশ্রী ভট্টাচার্যের প্রেমিক শুভম মিত্র ছিলেন সংগীত জগতের একজন। আর সেই সূত্রেই ‘মিঠাই’ খ্যাত অভিনেতা সঙ্গে আদৃতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জড়ায় সে। শুভম এবং আদৃতের মধ্যে ছিল বহুদিনের সম্পর্ক। আর তাই শুভমের আমন্ত্রণ পাওয়া মাত্রই অপর এক বন্ধুকে নিয়ে সোজা দুর্গাপুরে সেই বিয়েতে হাজির হন আদৃত। প্রসঙ্গত এদিন বিয়েতে আরও উপস্থিত ছিলেন ‘রানী রাসমণি’ ধারাবাহিকের জগদম্বা অর্থাৎ রোশনী ভট্টাচার্য। ধারাবাহিকের সূত্রেই সোমাশ্রী এবং রোশনীর মধ্যে অনেক ঘনিষ্ঠ বন্ধুত্বের সৃষ্টি হয়। আর এই বিয়েতে রোশনীকেও দেখা যায়।




Leave a Reply

Back to top button