ঘরের মেয়ে রুকমা স্টার জলসা ছেড়ে জি বাংলার পর্দায়! ফের মাম্পির সাথে জুটি বাঁধবে ‘রাজা’ ওরফে রাহুল

রিয়া পাল,কলকাতা:বাংলার দর্শকদের কাছে সিরিয়াল একটি পূর্বপরিচিত জিনিস।সিরিয়াল প্রেমিদের সংখ‍্যা বাড়ছে আর তার সাথে বাড়ছে সিরিয়ালের নিত‍্যনতুন চাহিদাও। তাই দর্শকের চাহিদা মেটাতে নতুন নতুন গল্পের নিত‍্যনতুন ভিন্ন স্বাদের সিরিয়ালের মেলা বিনোদন চ‍্যানেল গুলোতে। নতুন নতুন সিরিয়াল দিয়ে দর্শকের মন জিতে নিতে একে অপরের সাথে প্রতিযোগিতায় নেমেছে বাংলার দুটি জনপ্রিয় বিনোদন চ‍্যানেল জি বাংলা(Zee Bangla)এবং স্টার জলসা(Star Jalsha)।

অবসর সময় বা সুযোগ হলেই সিরিয়াল দেখা দর্শকের রোজকার অভ‍্যাস। দীর্ঘদিন ধরে সিরিয়াল দেখতে দেখতে তাই মানুষ সিরিয়ালের চরিত্র গুলোকে নিজেদের ঘরের মানুষ মনে করে নেয়। বর্তমানে সিরিয়াল মানুষের জীবনের সাথে এমনভাবে মিলেমিশে গেছে যে সিরিয়াল শেষ হলেও জনপ্রিয় চরিত্র গুলোকে বা জনপ্রিয় জুটি গুলোকে মানুষ ভুলতে পারে না। মানুষ চায় সেই সমস্ত জুটি আবারো নতুন রূপে ফিরে ফিরে আসুক।

lalkuthiপ্রসঙ্গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই বার বার চোখে পড়ছে জি বাংলায় আসতে চলেছে নতুন সিরিয়াল লালকুঠি(Lalkuthi)। কিছুটা ভৌতিক কিছুটা রহস‍্যে মোরা এই সিরিয়ালের মখ‍্য চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেত্রী রুকমা রায়(Rukma Roy)কে। স্টার জলসার একটি ভিন্ন স্বাদের সিরিয়ালের হাত ধরে আকাশছোঁয়া সাফল‍্য পেয়েছি মাম্পি চরিত্রে অভিনীত রুকমা।আরও পড়ুন…. আরও পড়ুন…..

স্টার জলসার দেশের মাটি সিরিয়ালে রাজা মাম্পির জুটি দর্শকের কাছে খুব জনপ্রিয়তা পেয়েছিল। তাই এই জুটিকে মানুষ আজও মনে রেখেছে আর এ জুটির ভক্ত সংখ‍্যাও অনেক। তাই সিরিয়াল লালকুঠির প্রোমো প্রকাশ‍্যে আসার সাথে সাথে শোনা যাচ্ছে এই সিরিয়ালে রুকমার বিপরীতে অভিনয় করছে জনপ্রিয় অভিনেতা রাহুল ব‍্যানার্জী(Rahul Banerjee)। আর্থাৎ এই নতুন সিরিয়ালের হাত ধরে রাজা মাম্পি জুটিকে নতুনভাবে দেখতে চলেছে দর্শকরা লালকুঠি সিরিয়ালের মাধ‍্যমে। আরও পড়ুন….

sushmita debojyotiআবার রুকমা স্টার জলসার ঘরের মেয়ে তাই তার জি বাংলায় চলে আসা নিয়ে সোশ‍্যাল মিডিয়ায় অনেক আলোচনা শোনা যাচ্ছে। এতেই চমকের শেষ না। আরও শোনা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল অপরাজিতা অপুর নায়িকা সুস্মিতা দে(Sushmita Dey)এবার আত্মপ্রকাশ করতে চলেছে স্টার জলসার সিরিয়ালে। আর তার বিপরীতে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে স্টার জলসার ফেলনা সিরিয়ালের মণীশ চরিত্রে অভিনীত দেবজ‍্যোতি রায়চৌধুরি(Debojyoti Roy Chowdhury)কে।




Leave a Reply

Back to top button