অবতার থেকে ভক্ত, জন্মদিনে গেরুয়া বেশে মহাকালের মন্দিরে পুজো দিলেন অক্ষয় কুমার
OMG 2-তে হয়েছিলেন স্বয়ং মহাকালের অবতার। ভক্তকে পথ দেখাতে অবতীর্ণ হন ধরাধামে। এবার সেই মহাকালের মন্দিরেই পুজো দিলেন অক্ষয় কুমার।

OMG 2-তে হয়েছিলেন স্বয়ং মহাকালের অবতার। ভক্তকে পথ দেখাতে অবতীর্ণ হন ধরাধামে। এবার সেই মহাকালের মন্দিরেই পুজো দিলেন অক্ষয় কুমার। শনিবার, ৯ সেপ্টেম্বর ৫৬ বছরে পা দিলেন বলিউডের খিলাড়ি। সেই উপলক্ষ্যেই ছেলে আরভকে নিয়ে মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন। সঙ্গে ছিলেন ক্রিকেটার শিখর ধাওয়ানও।
এদিন অক্ষয়কে দেখা গেল আধ্যাত্মিক বেশে। পরনে গেরুয়া ধুতি। গায়ে গেরুয়া উত্তরীয়। গলায় রুদ্রাক্ষের মালা। কপালে তিলক। মহাকালের সামনে হাতজোড় করে বসে, যেন ধ্যানমগ্ন। ছেলে আরভ অবশ্য সাদা পাজামা-পাঞ্জাবীতেই ছিলেন। একটু দূরে শিখর ধাওয়ান। তাঁরও পরনে সাদা পাজামা-পাঞ্জাবী। কাঁধে দেহাতি স্টাইলে রাখা শাল।
অক্ষয়ের এহেন ভক্তি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘আপনার ঈশ্বরভক্তি আমাদের মন কেড়ে নিয়েছে’। আবার কারও মন্তব্য, ‘বিশ্বাসই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা। ভগবান আপনার মঙ্গল করুন এই প্রার্থনা করি’। অনেকে আবার OMG 2-এর সঙ্গে অক্ষয়ের বেশভূষা মিলিয়েও দেখলেন। লিখলেন, ‘শুধু জটাটাই নেই, বাকি সবই এক’।
OMG 2-তে অক্ষয় কুমার এবং পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। বক্সঅফিসেও সাফল্য মিলেছে। প্রায় ১৫০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এর মধ্যেই সামনে এসেছে অক্ষয়ের নতুন ছবি ‘মিশন রানীগঞ্জ’-এর পোস্টার। প্লাবিত কয়লাখনি থেকে ৬৫ শ্রমিকের প্রাণ বাঁচানোর গল্প নিয়ে তৈরি এই ছবিতে অক্ষয় অভিনয় করছেন যশবন্ত গিলের ভূমিকায়। ‘মিশন রানীগঞ্জ’ মুক্তি পাচ্ছে ৬ অক্টোবর।