শেষ বারের স্ক্রিপ্ট হাতে অনিন্দিতার পোস্ট, ‘এক্কাদোক্কা’ বন্ধের জল্পনা আরও দৃঢ় হল

সেই জন্যই তারা প্রতিদিন নিজেদের হাতের কাজ শেষ করে স্টার জলসা চ্যালেন খুলে সময় মতো করে সিরিয়ালটি দেখতে বসে যান। কেউ আবার টিভিতে বসে না দেখার সময় পেলেও ফোনে দেখেন। তবে সম্প্রতি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর একটি পোস্টকে ঘিরে বেশ শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায়। মনে হচ্ছে বন্ধ যাবে সিরিয়াল।

শুভঙ্কর, কলকাতা: বাংলা বিনোদন জগতে অন্যতম ধারাবাহিক ‘এক্কাদোকা’। এই সিরিয়ালটি শুরু থেকে বাংলার দর্শকদের মনে কিছুটা জায়গা করে নিলেও বর্তমানে তার সেই সম্মান আর নেই। এখন অনেকেই এই সিরিয়ালকে নিয়ে বিভিন্ন কটাক্ষ করে মন্তব্য করেন। তবে এখনও অনেক দর্শকই আছেন যারা এই সিরিয়ালটিকে খুবই ভালোবাসেন। আর সেই জন্যই তারা প্রতিদিন নিজেদের হাতের কাজ শেষ করে স্টার জলসা চ্যালেন খুলে সময় মতো করে সিরিয়ালটি দেখতে বসে যান। কেউ আবার টিভিতে বসে না দেখার সময় পেলেও ফোনে দেখেন। তবে সম্প্রতি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর একটি পোস্টকে ঘিরে বেশ শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায়। দর্শকদের মনে হচ্ছে বন্ধ যাবে সিরিয়াল।

কিছুদিন আগে অনিন্দিতা রায় চৌধুরী শুটিংয়ের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। শুধু শেয়ারই করেননি, তার সঙ্গে ক্যাপশনে লেখেন শেষবারের মতো স্ক্রিপ্ট হাতে। যা দেখে অনেকেই ভাবছে হয়তো শেষ হতে চলেছে ‘এক্কাদোক্কা’ সিরিয়ালটি। অনিন্দিতা ‘একাদোক্কা’ সিরিয়ালে পোখরাজের কাকিমার চরিত্রে অভিনয় করছেন। অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল হয়তো শেষ হতে চলেছে ‘এক্কাদোক্কা’। তবে অনিন্দিতার এই পোস্ট দেখে দর্শকদের মনের সন্দেহ আরো তোল্লা পেল ।

Star Jalsha,Bengali serial,ekka dokka,anandita Ray Chowdhury.

সিরিয়ালটি বর্তমানে টিআরপির লড়াই নেই। স্টার জলসায় সম্প্রতী বেশ অনেকগুলি নতুন সিরিয়াল এসেছে। ‘জল থৈ থৈ ভালবাসা’ নামে আরও একটি সিরিয়ালের প্রোমো দেখা যাচ্ছে। শুধু প্রমোই নয়, সম্প্রচারের সময় ও তারিখও প্রকাশিত হয়েছে। যে সময়ের কথা বলা হচ্ছে এখন সেই সময়টায় ‘এক্কাদোক্কা’ দেখা যায়। তাই সবাই ধরেই নিচ্ছে এবার শেষ হবে সিরিয়ালটি। যদি সিরিয়ালটি শেষ হয় তাহলে যারা এই সিরিয়ালটিকে ভালবাসেন তাদের জন্য সত্যি এক দুখের সংবাদ। তবে এখনো পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ বা সিরিয়াল নির্মাতাদের পক্ষ থেকে এরূপ কোনও ঘোষণা করা হয়নি। আদৌ শেষ হচ্ছে নাকি স্লট পরিবর্তন হচ্ছে তা কিছুদিন পরেই বোঝা যাবে বলে মনে‌ করা হচ্ছে।




Leave a Reply

Back to top button