একেনবাবু ওরফে অনির্বাণ চক্রবর্তীর শখ হয়েছে মিঙ্গেল হতে

মিঙ্গেল হবার জন্য কাকে বেছে নিতে চান তিনি? জানুন এই প্রতিবেদনে

শুভঙ্কর, কলকাতা: সিঙ্গেল থাকতে কেই বা ভালোবাসে, আজকের যুগে দাঁড়িয়ে সবারই হয় গার্লফ্রেন্ড আছে, নাই তো স্ত্রী আছে। আর অভিনেতা অভিনেত্রী হলে তাদের তো সিঙ্গেল থাকার কোন প্রশ্নই ওঠে না। ভাবছেন হঠাৎ এই সিঙ্গেল মিঙ্গেল নিয়ে কেন কথা বলছি? আসলে আমাদের সবার পরিচিত একেনবাবু ওরফে অনির্বাণ চক্রবর্তী বর্তমানে এখনও সিঙ্গেল। একসময় তার বিয়ে হয়েছিল। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। তারপর থেকেই তিনি আজও সিঙ্গেলই আছেন। অনির্বাণ বিভিন্ন চরিত্রের মাধ্যমে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। কখনও তাকে দেখা গেছে কাকাবাবু গল্পে খল চরিত্রে, আবার কখনো দেখা গেছে লালমোহন গাঙ্গুলী হিসেবে। কিন্তু বাঙ্গালীদের মনে তিনি এখন বেশি জনপ্রিয় একেনবাবু হিসেবে। কারণ এই চরিত্রেই তিনি সম্প্রীতি সবার সামনে ধরা দেন।

অনির্বাণ ১৪ বছরের শিক্ষকতা ছেড়ে যোগ দিয়েছিল অভিনয়ে। এই সিদ্ধান্ত নিয়ে তিনি যে কোন ভুল করেননি তা প্রতি মুহূর্তেই প্রমাণ করে দিচ্ছেন। তবে এবার তার ইচ্ছা হয়েছে সিঙ্গেল থেকে মিঙ্গেল হবার। কিন্তু কার সাথে তিনি মিঙ্গেল হতে চান? সেটাই এখন ভাবছেন তো। একেনবাবু এক সাক্ষাৎকারে জানান, তিনি যদি কোনদিন সুযোগ পান তাহলে টলিউডের অভিনেতা স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাথে ঘুরতে যেতে চান। কারণ তাকে একেনবাবুর বেশ লাগে। শুধু টলিউডের কথাই তিনি বলেননি তিনি আরও জানান, বলিউড অভিনেতা অভিনেত্রীদের মধ্যে তার টাব্বুকে বেশ লাগে। যদি কখনও সুযোগ হয় তাকে নিয়েও ঘুরতে যেতে চান তিনি।

Anirban Chakraborti,ekenbabu,OTT platform,Indian film actor.

২০১৮ সালে একেনবাবু হিসেবে তিনি ওয়েব দুনিয়ায় ধরা দিয়েছিলেন। আর এই এক চরিত্রেই তিনি বাজিমাত করে দিয়েছেন। আজও তিনি সাফল্যের শীর্ষে। এরপর বিভিন্ন সিজনে বিভিন্ন গল্পে তাকে দেখা যায়। তবে এবারের শীতে তিনি আসছেন জঙ্গলের এক রহস্য উদঘাটন করতে। শুরু হয়ে গেছে সেই রহস্য উদঘাটনের শুটিং। বর্তমানে এই ওয়েব সিরিজের শুটিং চলছে পাহাড়ে।




Leave a Reply

Back to top button