নতুন অবতারে ছোট্ট নেতাজি! দক্ষতা জেরে অভিনয়ের নতুন জগতে পা দিল অঙ্কিত

জয়িতা চৌধুরি, কলকাতাঃ ছোটপর্দায় ‘নেতাজি’ ধারাবাহিকের ছোট সুভাষের কথা মনে পড়ে? সুভাষ চন্দ্র বসু’র চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কিত মজুমদার। ছোট্ট মিষ্টি ছেলেটির অভিনয় দাগ কেটেছিল দর্শকের মনে। আর প্রচুর প্রশংসাও পেয়েছিল সে। তবে তার পর থেকে বিশেষ একটা অভিনয় করতে দেখা যায়নি অঙ্কিতকে। কারণ সম্প্রীতি খুদে তারকা ব্যস্ত ওয়েব সিরিজের শুটিং নিয়ে।
সূত্রের খবর, ওয়েব সিরিজ ‘জনি বনি’তে অভিনয় করবেন ছোটপর্দার সুভাষ। ওয়েব সিরিজটি পরিচলনায়ে আছেন অভিজিৎ চৌধুরী। প্রযোজনায় ‘মিলকি ওয়ে ফিল্মস’। অভিনয় করছেন দেবাশিস মণ্ডল, স্বস্তিকা দত্ত, অঙ্কিত মজুমদার, কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, অনির্বাণ ভট্টাচার্য, যুধাজিৎ সরকার, শুভস্মিতা মুখোপাধ্য়ায়, পুষ্পিতা মুখোপাধ্য়ায়, জয়তী চক্রবর্তী, অভ্যুদয় দে এবং তুষিতা বন্দ্যোপাধ্য়ায় সহ আরও অনেকে।
এই প্রথমবার পর্দায়ে জুটি বাধছেন স্বস্তিকা-দেবাশিস। তরুণ পুলিশ অফিসার জনার্দন দাস ওরফে জনি চায় বড় কোনো ইনভেস্টিগেশন কেসের দায়িত্ব পেতে। তবে বড় কেস তো দূর, জনির পোস্টিং হয় স্থানীয় পলিটিশিয়ান প্রমোদ সেনের বাড়ির নিরাপত্তার তদারকির দায়িত্বে। প্রমোদ সেনের স্ত্রী সুরমা, জনিকে বাড়ির ছেলে হিসেবে ভালোবাসেন বলে দাবী করেন।
প্রমোদের আপত্তি থাকা সত্ত্বেও, বাড়ির বাজার করা থেকে পোষ্য কুকুরের দেখাশুনো, সবরকমের গৃহস্থালি কাজ করাই জনির প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায়। বার বার চেষ্টা করা সত্ত্বেও জনি কিছুতেই থানা থেকে ডিউটি চেঞ্জ করতে পারে না। জনিকে ওর স্ত্রী আঁখির কাছে ডিউটি নিয়ে মিথ্যে গল্প দিতে হয়, কারণ আর যাই ঘটুক জনি কিছুতেই আঁখির চোখে ছোটো হতে পারবে না।
এই প্রসঙ্গে দেবাসিষ বলেন “জনার্দন দাসের চরিত্রটির সঙ্গে আমি অনেকাংশেই মিল খুঁজে পেয়েছি। ভাবনাচিন্তা, আদর্শ, ব্যক্তিগত জীবন ও পারিপার্শ্বিক পরিস্থিতিগত টানাপোড়েনের যে মানসিক অবস্থার মধ্যে দিয়ে জনি ওরফে জনার্দন যায় তার সঙ্গে বহু অংশেই আমি সমানুভূতি অনুভব করি। যথেষ্ট চাপের মধ্যে শুটিং হলেও জনার্দন চরিত্রটি করা আমার জন্য একটি অনবদ্য যাত্রা ছিল
আঁখির দিদির ছেলে তেরো বছরের বনি ওরফে অঙ্কিত মজুমদার। দুর্গাপুর থেকে পালিয়ে জনার্দনদের বাড়িতে এসে হাজির হয়, কলকাতায় একটা দাবা টুর্নামেন্ট খেলবে বলে। জনি এবং বনির মধ্যে সম্পর্কটা একটু গোলমেলে, অনেকটা টম এন্ড জেরির মত। জনি চায় বনি বড়দের শাসন মেনে কাজ করুক। কিন্তু বনি কিছুতেই বিশ্বাস করে না ছোটরা বড়দের থেকে কম বোঝে।