ঢাকে কাঠি পড়ল বলে, জানেন এবার জি বাংলায় ‘মহালয়ার’ দুর্গা কে?
এই দিন ভোর বেলায় রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহালয়া শোনার সঙ্গে সঙ্গেই বাংলার বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো তা দেখায়। প্রতিবার ভিন্ন অভিনেত্রীদের দেবী দুর্গার রূপে সাজানো হয়। তা নিয়ে ভক্তদেরও উত্তেজনা থাকে চরমে।

শুভঙ্কর, কলকাতা: আকাশে দেখা মিলছে সাদা মেঘের, হাওয়াতে শরতের আভাস। কাশফুলগুলো মাতাল হাওয়াতে গা-ভাসিয়ে দেওয়ার জন্য বড় হচ্ছে। আসছে বাঙালির সেরা পুজো, দুর্গা পুজো। পুজো কমিটি গুলোর ব্যস্ততায় দম ফেলার জো নেই। সাধারণ মানুষেরাও ধীরে ধীরে তৈরি হচ্ছে। দুর্গাপূজা মানেই মহালয়া। এই দিনটি এসে পড়া মানে পুজো আর ৭ দিন। এই দিন ভোর বেলায় রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহালয়া শোনার সঙ্গে সঙ্গেই বাংলার বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো তা দেখায়। প্রতিবার ভিন্ন অভিনেত্রীদের দেবী দুর্গার রূপে সাজানো হয়। তা নিয়ে ভক্তদেরও উত্তেজনা থাকে চরমে। জানার আগ্ৰহ থাকে এবার কে হচ্ছেন দুর্গা। এই বছরের সেই জল্পনায় জল ঢালল জি বাংলা। তারা জানিয়ে দিল এইবার মহালয়ে থাকছে তাদের চ্যালেনেরই অভিনেত্রী ‘জগদ্ধাত্রী’ ওরফে অঙ্কিতা মল্লিকা।
জি বাংলায় এখন টিআরপির শীর্ষ তালিকায় রয়েছে জগদ্ধাত্রী সিরিয়ালটি। জগদ্ধাত্রী ওরফের জ্যাসরূপে তাকে দেখা যায়। এক হাতে তিনি যেমন সংসার করছেন, তেমনই অন্য হাতে গুন্ডাদের শায়েস্তা করতে প্রস্তুত সে। যদিও এই সিরিয়ালে তার অভিনয় জগতের হাতে খড়ি। আরে হাতে খড়িতেই তিনি সকলের মন জয় করে নিয়েছেন। যদিও অভিনয় জগতে আসার আগে তিনি মডেলিং করতেন। তন্তুজ শাড়ি থেকে একাধিক বিজ্ঞাপনের তাকে দেখা যেত।
অঙ্কিতা মল্লিককে এবার গৃহিণী, দুদে অফিসার বাদে দেখা যাবে মহালয়াতে দেবী রূপে। গত দু’বছর ধরে জি বাংলায় দশভূজা রূপে দেখা যাচ্ছে শুভশ্রী গাঙ্গুলীকে। কিন্তু এ বছর তিনি অন্তঃসত্ত্বা থাকায় তিনি এই চরিত্রে অভিনয় করতে পারেননি। দর্শকদের মধ্যে উৎকণ্ঠা ছিল এবার হয়তো দিতিপ্রিয়াকে দেখতে পাবে দশোভূজা রূপে। কিন্তু দিতিপ্রিয়া না হলেও দর্শকদের অন্যতম প্রিয় ঘরের মেয়েই হতে পারে দুর্গা। যা দেখে দর্শকেরা খুবই উৎসাহিত। এ বিষয়ে অঙ্কিতা মল্লিক বলেন, ‘ আমি মহালয়া অংশ হতে পেরে খুবই আনন্দিত। কিন্তু আমি কোন রূপে অভিনয় করব এখনও চ্যানেল কর্তৃপক্ষ থেকে তা আমাকে জানানো হয়নি। ’