ইনস্টাগ্রামে ঝড়! সাদামাটা অনুপমার ভিন্ন রূপে মুগ্ধ দর্শকগণ

অহেলিকা দও, কলকাতা : হিন্দি টেলিভিশনের ( hindi television ) এক নম্বর ধারাবাহিক ( 1number serial ) এখন অনুপমা ( Anupama )। এই ধারাবাহিকটি মূলত বাংলার পপুলার ধারাবাহিক শ্রীময়ীর রিমেক ( sreemoyee Remake )। এই চলচ্চিত্রের প্রধান ভূমিকায় অভিনয় করছেন রূপালী গাঙ্গুলী ( Rupali Ganguly )। মূলত মোটা বিনুনি, সিঁথিতে সিঁদুর ও কপালে টিপ এবং হ্যান্ডলুম শাড়ির সাদামাটা পোশাকেই তাকে ( Anupama Actress Rupali ) দেখতে অভ্যস্ত দর্শক ( audience )। সাম্প্রতি ইনস্টাগ্রামে তিনি ( Instagram ) ধরা দিলেন এক সম্পূর্ণ অন্য রূপালী ( Anupama Actress Rupali ) রূপে।
অনুপমা ( Anupama ) হল একটি ভারতীয় হিন্দি চলচ্চিত্র যা ২০২০ সালে ১৯ জুলাই স্টার প্লাসে শুরু হয়েছিল। রাজন শাহী প্রযোজিত এতে অভিনয় করেছেন রূপালী গাঙ্গুলী, গৌরব খান্না এবং সুধাংশু পান্ডে। ১৯৮৫ সালে রূপালী গাঙ্গুলী ( Anupama Actress Rupali ) মাত্র সাত বছর বয়সে তার বাবা অনিল গাঙ্গুলীর ছবি সাহেব এর মাধ্যমে অভিনয় জগতে আসেন। সুকন্যা নামের একটি টেলিভিশন শোতে প্রধান ভূমিকায় নির্বাচিত হওয়ার আগে তিনি হোটেল ম্যানেজমেন্ট এবং থিয়েটার নিয়ে পড়াশোনা করেছিলেন।
View this post on Instagram
সাম্প্রতি হলুদ ব্লেজার পরে অভিনেত্রীর ( Anupama Actress Rupali ) শেয়ার করা ছবিটি ঝড় তুলেছে স্যোশাল মিডিয়ায়। তাঁকে সম্পূর্ণ অন্য লুকে দেখে মুগ্ধ নেটিজেনরা। অর্ধেক দর্শকরাতো তাকে চিনতেই পারছেন না। ধারাবাহিকে তাঁকে এক ভাবে দেখতে দেখতে তাঁর এই ছবিতে খানিকটা অবাকই হয়েছেন দর্শকগণ। কারণ যদি ধারাবাহিকটি বাংলা শ্রীময়ীর মত চলে তাহলে কখনই এরকম লুকে দেখা যাবে না তাকে।
রূপালীর ( Anupama Actress Rupali ) এই লুকে চমকে গেছেন অনুজ কাপাডিয়া ওরফে গৌরব খান্নাও। তিনি লেখেন, “অসাধারণ!” আনেরি বাজানি যিনি অনুজের বোনের চরিত্রে অভিনয় করছেন তিনি লেখেন, “এটা কে?” আবার একাংশ দাবি করেছেন যে তাকে শাড়িতেই মানায়, এই লুকে তাকে ঠিক মানাচ্ছে না। এই ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, “নিজের নতুন স্টাইলের মধ্য দিয়ে বসন্তে পা রাখলাম, আমার ঔজ্জ্বল্য আমি নিজেই।”
আরও পড়ুন….অভিনেতা থেকে রাজনীতির ময়দানে! এই বিরাট পথে পাড়ি দিয়েছেন শত ফুল
যুগের সাথে তাল মিলিয়ে বেশ জনপ্রিয় ধারাবাহিক অনুপমা সিরিয়ালটি। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় এই ধারাবাহিকের অভিনেত্রী ( Anupama Actress Rupali )। তার ভক্তসংখ্যাও কম নয়। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ফটোশুটে থেকে থেকেই অংশগ্রহণ করে থাকেন তিনি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই বোঝা যাবে তিনি সোশ্যাল মিডিয়াতে কতটা অ্যাকটিভ। সেইসমস্ত ফটোশুটের ছবি, কিংবা ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। এছাড়াও শুটিং সেটে একাধিক রিল ভিডিও বানিয়ে শেয়ার করেন তিনি।
আরও পড়ুন….The Kashmir Files: বড় পর্দায় কাশ্মীরের শিহরিত সেই অধ্যায়! মুক্তি পেল ‘ দ্য কাশ্মীর ফাইলস ’