মহাপর্বের আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র দৃশ্য, দীপার মৃত্যুতেই কী হুঁশ ফিরবে সূর্যর?

সিরিয়ালের কাহিনী এগোচ্ছে সূর্য ও দীপাকে ঘিরে। তাঁদের দাম্পত্যের বৃত্ত সম্পূর্ণ হচ্ছে না কিছুতেই। দুজনে যতবার কাছাকাছি আসতে চাইছেন, ততবারই কোনও না কোনওভাবে দূরত্ব তৈরি হচ্ছে।

‘অনুরাগের ছোঁয়া’ই এখন শীর্ষে। টিআরপি তালিকাতেও এক নম্বরে। স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল একেবারে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। তবে নায়ক-নায়িকা নয়, সিরিয়ালের যাবতীয় আকর্ষণ কেড়ে নিয়েছে সোনা-রুপো। দুই মিষ্টি মেয়ের খুনসুটি, সারল্য থেকে চোখ সরছে না দর্শকদের।

সিরিয়ালের কাহিনী এগোচ্ছে সূর্য ও দীপাকে ঘিরে। তাঁদের দাম্পত্যের বৃত্ত সম্পূর্ণ হচ্ছে না কিছুতেই। দুজনে যতবার কাছাকাছি আসতে চাইছেন, ততবারই কোনও না কোনওভাবে দূরত্ব তৈরি হচ্ছে। ছোট্ট দুই মেয়ের জন্মরহস্যও ক্রমশ জট পাকাচ্ছে। প্রতিটি পর্বেই একেবারে টানটান উত্তেজনা।

গত পর্বে দর্শকরা দেখেছেন, সূর্য সোনা-রুপোকে নিয়ে এসেছেন একটি মিশনারি স্কুলে। ওদিকে দীপা অসুস্থ। শোনা যাচ্ছিল, এরপরই নাকি আসল সত্য জানতে পারবেন সূর্য। সেই সত্য উদঘাটনেই দেখানো হবে এক ঘণ্টার মহাপর্ব। কিন্তু তার আগেই ফাঁস হয়ে গেল ‘অনুরাগের ছোঁয়া’র বেশ কিছু দৃশ্য।

Tollywood,Deepa,Surya,Anurager Chhowa,Accident

প্রোমোতে দেখা যাচ্ছে, মেয়েদের খুঁজতে খুঁজতে ওই মিশনারি স্কুলে হাজির হয় দীপা। নিজেকে সোনা- রুপোর মা বলে পরিচিয় দেন। কিন্তু সূর্য অস্বীকার করেন। সাফ বলে দেন, দীপা সোনা-রুপোর মা নন। একপ্রকার অপমান করেই স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয় দীপাকে।

বিধ্বস্ত দীপা কাঁদতে কাঁদতে বেরিয়ে আসেন স্কুল থাকে। ভাবতে থাকেন, দুই মেয়েই যখন তাঁকে মা বলে স্বীকার করল না, তখন বেঁচে থেকে কী লাভ! পরের দৃশ্যেই দেখা যায়, পিছন থেকে একটা ট্রাক এসে সজোরে ধাক্কা মারছে দীপাকে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন দীপা।

ব্যস, এখানেই প্রোমো শেষ। দীপা কী সুস্থ হবে? মৃত্যুমুখে দীপাকে দেখে কী সূর্য ফিরে আসবে? কী হবে এরপর? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী পর্বে। জানা যাবে আসল সত্যও। এখন মহাপর্বে গল্প কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।




Leave a Reply

Back to top button