রহমানের বিতর্কিত গান নিয়ে মুখ খুললেন রাহুল
রাহুল জানান, “এটা খুবই দুঃখজনক যে রহমান স্যারের সংগীত নিয়ে প্রশ্ন উঠানো হচ্ছে। কাউকে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়। উনি আমার গুরু এবং ওনার সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি এবং গর্বিত।”

কলকাতা: এক সময় সুরের রাজা এবং গোটা ভারতবর্ষের ‘নয়নের মনি’ এ আর রহমান (A R Rahman) হয়ে দাঁড়িয়েছে এখন একাংশের চোখের বিষ। এই ঘৃণার পেছনে রয়েছে ‘পিপ্পা’ (Pippa) ছবির ‘কারার ওই লৌহ কপাটে’ গানের রিমেক। বাঙালি নেটিজেনদের একাংশ দাবি করেছে, এই বিখ্যাত গানকে শুধু নয়, বাঙালির সংস্কৃতিকেও অপমান করা হয়েছে। এমনকি বহু নেটিজেন জনপ্রিয় সুরকার ও গায়ককে আক্রমণ করে দাবি করেছে, কাজী নজরুল ইসলামকে (Kazi Nazrul Islam) অপমান করেছেন তিনি। শুধু নেটিজেনদের নয়, সিনেমা জগতের সঙ্গে যুক্ত একাধিক বাঙালি শিল্পীরও কটাক্ষের মুখে পড়তে হয়েছে এ আর রহমানকে। তবে অনেকের সমর্থনও পেয়েছেন তিনি। এই বিতর্কের মাঝে জনপ্রিয় সুরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো বাঙালি গায়ক রাহুল দত্ত (Rahul Dutta)। রাহুল রেকর্ডিং পদ্ধতি থেকে শুরু করে এ আর রহমানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবকিছুই জানিয়েছেন এক সাক্ষাৎকারে। পাশাপাশি, সাহায্যের হাত ও বাড়িয়ে দিয়েছেন তাঁর গুরুকে।
Ar Rahman new song in Pippa movie has been criticized
গায়কের বক্তব্য, “২০২১ সালের ঘটনা। হঠাৎ এক রাতে রাহমান স্যারের টিমের তরফ থেকে আমার কাছে ফোন আসে এবং বলা হয় গানটি রাতে রেকর্ড করতে হবে এবং সেই মতো আমি বাকিদের জোগাড় করি। তখনো জানতাম না, কি করা হবে এটা নিয়ে। রহমান স্যারের সঙ্গে আমি ভিডিও কলে কথা বলি এবং রাতেই শুরু হয় রেকর্ডিং। আমাদের কাছে আগে সুরটা পাঠানো হয়েছিল কিন্তু জানতাম না কোন ছবিতে এটি ব্যবহার করা হবে। সম্প্রতি সিনেমার প্রযোজক সংস্থার তরফ থেকে আমার কাছে ফোন আসে তারপর আমি জানতে পারি এই গানটি কোথায় এবং কিভাবে ব্যবহার করা হবে। রহমান স্যার বাঙালি ছেলে মেয়েদের ব্যবহার করতে চেয়েছে, এটাই আমার কাছে তখন বড় ব্যাপার ছিল।”
৮ই নভেম্বর গানটি নিয়ে রাহুল ফেসবুকে (Facebook) পোস্ট করেছিলেন এবং পরে শুরু হয় বিতর্ক। এই সম্বন্ধে রাহুল জানান, “বহু শিল্পী আমাদের অভিনন্দন জানিয়েছেন আবার অনেকে লিখেছেন এরম মেরুদণ্ডহীন কাজ করা আমাদের উচিত হয়নি।” এই গানকে ঘিরে এ আর রহমানকে আক্রমণ সম্বন্ধে রাহুল জানান, “এটা খুবই দুঃখজনক যে রহমান স্যারের সংগীত নিয়ে প্রশ্ন ওঠানো হচ্ছে। কাউকে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়। উনি আমার গুরু এবং ওনার সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি এবং গর্বিত।”