বিশ্বের সেরা তিনে বাঙালি অরিজিৎ, ফলোয়ার সংখ্যায় পিছনে ফেললেন টেলর সুইফট-বিলি আইলিশদের
অরিজিৎ সিং। নাম শুনলেই আট থেকে আশি উদ্বেল। সুরের জাদুতে মুগ্ধ তামার ভারত। দুনিয়া জুড়ে তাঁর কোটি কোটি ভক্ত।

এ যেন বাঙালি ছেলের বিশ্বজয়ের কাহিনী।
অরিজিৎ সিং। নাম শুনলেই আট থেকে আশি উদ্বেল। সুরের জাদুতে মুগ্ধ তামার ভারত। দুনিয়া জুড়ে তাঁর কোটি কোটি ভক্ত। এবার ফলোয়ার সংখ্যার নিরিখেও বিশ্বে তৃতীয় স্থান অর্জন করলেন অরিজিৎ। পিছনে ফেললেন টেলর সুইফট, বিলি আইরিশ, এমিনেমদের মতো গ্লোবাল তারকাদের। স্পটিফাইয়ে শিল্পীদের ফলোয়ার সংখ্যা থেকে মিলেছে এই তথ্য।
শুধু স্পটিফাই নয়, চার্টমাস্টার্স-এর সমীক্ষাতেও একই তথ্য উঠে এসেছে। পৃথিবী বিখ্যাত রক, পপ তারকাদের পিছনে ফেলে সেরা তিন সঙ্গীতশিল্পীর মধ্যে জায়গা করে নিয়েছেন জিয়াগঞ্জের তরুণ। পরিসংখ্যান অনুযায়ী, অরিজিৎ সিংয়ের ফলোয়ার ৮৬.৩ মিলিয়ন। সেখানে টেলর সুইফটের ফলোয়ার সংখ্যা ৮৩ মিলিয়ন।
জনপ্রিয়তার নিরিখে স্পটিফাইয়ে শীর্ষস্থানে রয়েছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। এই মুহূর্তে তাঁর অনুরাগীর সংখ্যা ১১ কোটি ৩০ লাখের বেশি। তার পরেই আছেন আরেক পপ তারকা অ্যারিয়ানা গ্র্যান্ডে। স্পটিফাইয়ে তাঁর ফলোয়ারের সংখ্যা ৯ কোটি ১০ লাখ। তৃতীয় স্থানে বাংলার অরিজিৎ সিং।
রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’-এর হাত ধরে অরিজিতের পথ চলা শুরু হয়। সেই শো তিনি জিততে পারেনি। কিন্তু দর্শক মন জয় করে নিয়েছিলেন মুর্শিদাবাদের এই তরুণ। ধীরে ধীরে খ্যাতির শীর্ষে ওঠেন। আর এখন বলিউডের হিট গান মানেই অরিজিৎ সিং। বড় বাজেটের এমন কোনও ছবি হয় না, যেখানে অরিজিতের গান নেই। ‘দিল সম্ভল যা জরা’ বা ‘তুম হি হো’র মতো গান তাঁকে খ্যাতি এনে দিয়েছে।
তবে শুধু কন্ঠ বা গায়কী নয়, ফ্যানেদের প্রতি অরিজিতের ব্যবহারও চর্চায় থাকে। তাঁর বিনয়, চূড়ায় পৌঁছেও মাটির সঙ্গে যোগ, তাঁকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে। এখনও মুম্বই থেকে জিয়াগঞ্জে এলে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন। পাড়ার ছেলেদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দেন। ছেলেকে আনতে সটান হাজির হয়ে যান স্কুলে। আধুনিক হিন্দি গানের সম্রাট হয়েও অরিজিত মাটির মানুষ।