তাঁর গান গেয়ে কত প্রেমিকই প্রস্তাব দিয়েছেন প্রেমিকাকে! অরিজিৎ সিং-য়ের ক্রাশ কে জানেন?

অহেলিকা দও, কলকাতা : জীবনে প্রথম ক্রাশ মনে আছে? স্কুল জীবনেই কি আপনার প্রথম ক্রাশকে আপনি দেখেছিলেন? তাঁর সাথে কি প্রেম হয়েছিল নাকি আপনিও অরিজিৎ সিংয়ের মতো প্রেম জীবনে ব্যার্থ। হ্যাঁ, ঠিকই শুনছেন অরিজিৎ সিংও ( Arijit Singh ) তাঁর প্রথম প্রেম জীবনে ব্যার্থ ছিল। আট থেকে আশি যাঁর প্রেমে পাগল, তিনি ( Arijit Singh ) প্রেমে পড়েছিলেন মাত্র ১০ বছর বয়সে। কিন্তু কার প্রেমে পড়েছিলেন তিনি?
ছবিতে দেখেছেন ছোটোবেলায় শিক্ষিকার প্রেমে পড়েন ছাত্ররা। বাস্তব জীবনেও অনেক পুরুষ ছোটবেলায় মন দিয়ে ফেলেন তাঁর স্কুলের শিক্ষিকাকেই। সেই অনুভবই হয়েছিল অরিজিতেরও ( Arijit Singh )। তিনি তখন স্কুলে পড়াশোনা করেন। মাত্র ১০ বছর বয়স। তাও আবার সেইসময় তাঁর থেকে বয়সে অনেক বড় শিক্ষিকার প্রেমে পড়েন তিনি।
এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে প্রথম প্রেম নিয়ে কথা বলতে গিয়ে লজ্জায় লাল অরিজিৎ ( Arijit Singh ) বলেন, সবে তখন ক্লাস ফাইভ। অরিজিৎ সিংহ প্রেমে পড়লেন শিক্ষিকার। পরীক্ষা দিতে গিয়ে দেখেন, পাহারায় সেই শিক্ষিকা। লেখা ভুলে তাঁর উদ্দেশে গাইলেন প্রেমের গান। ‘ভুল ভেঙে যাবে যে দিন/ তুমি আমারই হবে/ তুমি আমারই হবে সে দিন’।গান শুনে কী করেছিলেন ওই শিক্ষিকা? পরীক্ষায় কত নম্বর দিয়েছিলেন, জানা না গেলেও, এখনও দেখা হলে প্রথম ভাল লাগার কথা ‘ম্যাম’-কে মনে করিয়ে দিতে ভোলেন না ‘আশিকি-২’-এর গায়ক। ওই গানই তাঁর সব থেকে প্রিয় গান। মাঝেমাঝেই গুনগুন করেন আর তখনই মনে পড়ে ছোটবেলার প্রথম প্রেমের কথা।
অরিজিৎ ( Arijit Singh ) আরও বলেন, সেই শিক্ষিকার নাম সুনীতা লাহিড়ী। তিনি ওই শিক্ষিকাকেই দেখতেন তখন। বড় হয়ে বলেও দিয়েছিলেন তাকে সেই অরিজিতের প্রথম ক্রাশ থেকে যাবেন। মঞ্চে গিটার হাতে দাঁড়ালেই শ্রোতারা পাগল হয়ে যায় একজনকেই দেখে তিনি হলেন অরিজিৎ সিং। যখন গান গাইতে শুরু করেন বাঁধ ভেঙে যায় উল্লাসের। তাঁকে একটু ছুঁতে চাওয়ার জন্য হুডোহুড়ি পড়ে যায় অনুরাগীদের। ২০১১ থেকে বাড়তে থাকা জনপ্রিয়তায় ভাটা পড়েনি এখনও পর্যন্ত।
তবে এই ‘প্লে-ব্যাক’ কিং-এর গায়কের মতো মসৃণ ছিল না তাঁর প্রেমকাহিনি। বার বার প্রেমে পড়েছেন অরিজিৎ। ভেঙেছে সম্পর্ক। এর মধ্যে রূপরেখা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গুঞ্জন ছিল সব থেকে বেশি। রূপরেখার সঙ্গে তাঁর সম্পর্ক নাকি বিয়ের পিঁড়ি অবধিও গড়িয়েছিল। যদিও রূপরেখা এই খবর মিথ্যে বলে জানিয়েছিলেন। ছোটবেলার বন্ধু কোয়েলকে বিয়ে করে এখন সুখের দাম্পত্য কাটাচ্ছেন অরিজিৎ। কিন্তু ভুলতে পারেননি তাঁর প্রথম প্রেম। তবে জানিয়েছেন, কোয়েলের সারল্যের মধ্যেই নাকি খুঁজে পেয়েছেন ছোটবেলার প্রেমকে।