একেবারে টপে সূর্য – দীপা,পিঠোপিঠি লড়াই চলছে ফুলকি – পর্নার
ধারাবাহিকের স্কোর বোর্ডে এবার কে থাকছে এগিয়ে আর কে থাকছে পিছিয়ে । জেনে নিন একবার।

যুগের পর যুগ ধরে বাড়ির মহিলাদের সময় কাটানোর একমাত্র পথ হয়ে উঠেছে টিভিতে যেকোনো ধারাবাহিক দেখার মাধ্যমে। সেই অভিনয় দেখে কেউ করেছেন প্রশংসা, আবার কেউ কোন চরিত্রকে সত্যি বলে কল্পনা করে তাকে নিয়ে করেছেন অনেক নিন্দাও।
তবে একজন অভিনেতা অভিনেত্রীদের ধারাবাহিকে ভালো চরিত্রের জন্য নাম পাওয়াটা ভাগ্যের ব্যাপার তেমনই কারুর চরিত্র দেখে দর্শকের মনে রাগের উদ্ভাবন ঘটানোটাও একজনের কাছে অনেক বেশি প্রাপ্য।
তবে দর্শক কার অভিনয় দেখে কতটা সেই ধারাবাহিকে দেখছেন তা নির্ধারণ করে তাদের রিপোর্ট কার্ডটি। তবে এই রিপোর্ট কার্ডটি কোনো পরীক্ষা হলের নয় বরং এটি হলো যেকোনো ধারাবাহিকের টিআরপি রেট। যা নির্ধারণ করবে যে কোন সপ্তাহে কোন ধারাবাহিক এগিয়ে নাকি পিছিয়ে।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ২৮ তারিখ বৃহস্পতিবার এসে গেল সেই টিআরপি রেট। যার মধ্যে গণেশ চতুর্থী উপলক্ষ্যে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর মহাপর্বের সম্প্রচার হয়েছে। অন্যদিকে স্টার জলসায় অনুরাগের ছোঁয়ায় এখন সূর্য দীপার মধ্যে ঘটেছে মিলন। তবুও সেই সুখের সংসারে মিসকা সেন সূর্যর দেহের স্পাম চুরি করে দুই মনের মানুষের মধ্যে আনতে চাইছে আরো দূরত্ব। সেই ধারাবাহিকটি চলতি সপ্তাহতেও দর্শকদের মন জিতে পেয়েছে ৮.৭।
এরপর দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী।গণেশ পুজো স্পেশাল পর্বে জ্যাস সান্যাল আর স্বয়ম্ভুর ধুন্ধুমার অ্যাকশন মন জিতে নিয়েছে দর্শকের। জগদ্ধাত্রীর ঝুলিতে এসেছে ৮.২।
পিছিয়ে গিয়েছে ফুলকি। তার স্থান রয়েছে এখন তৃতীয়তে।রোহিত-ফুলকির জীবনে নতুন সমস্যা তৈরি করতে এসে গিয়েছে শালিনী। রোহিতের প্রাক্তন স্ত্রী এন্ট্রি নিতেই ওলটপালট ফুলকির দাম্পত্য জীবন। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৯।
তবে একেবারে এই প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে নিম ফুলের মধু । যারা পেয়েছে ৭.৮। চলতি সপ্তাহে রয়েছে চতুর্থ স্থানে।
সন্ধ্যার দুর্ঘটনা থেকে তারার সঙ্গে আকাশনীলের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভবনায় জমে উঠেছে সন্ধ্যাতারা ধারাবাহিক। এদিকে আকাশনীলের কাকা তারাকে সন্দেহ করছে। তবে গল্পে নয়া মোর আসতেই সন্ধ্যা তারা টিআরপি-তে প্রথম পাঁচে স্টার জলসার সন্ধ্যাতারা। মোট নম্বর ৭.৩।
৭.১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে রাঙা বউ ও কার কাছে কই মনের কথা। তবে গল্পের শুরুতে শাশুড়ি বৌমার সম্পর্ক নিয়ে উঠে এসেছিল নানান বিতর্ক।তবে ধীরে ধীরে শাশুড়ি-বউমার সম্পর্কের মধ্যে মা মেয়ের এক অনবদ্য সম্পর্ক দেখা মাত্রই টিআরপিতে ষষ্ঠ স্থানে উঠে এল কার কাছে কই মনের কথা।
ঐশানীর জীবনে নতুন ঝড় উঠার সঙ্গে সঙ্গে টিআরপি লিস্টেও খানিকটা উপরে উঠে এসেছে এই ধারাবাহিক।সপ্তমে হরগৌরী পাইস হোটেল পেলো ৬.৬।
খেলনা বাড়ি ধারাবাহিকে এক ঘণ্টার মহাপর্ব সম্প্রচারের পর টিআরপি লিস্টে অষ্টমে রয়েছে খেলনা বাড়ি যারা অর্জন করেছে ৬.৫।
নবমে লাভ বিয়ে আজকাল। ওমকার-শ্রাবণের প্রেম শুরু থেকেই নিম্নমানের হওয়ায় তারা নম্বর পেয়েছে ৬.৩। আর ৬.১ পয়েন্ট নিয়ে দশমে রয়েছে তুঁতে।