অস্বস্তিকর দৃশ্য, শালীনতার সীমা ছাড়িয়েছে! তিন বাংলা সিরিয়াল বয়কটের ডাক দিল দর্শক
অনুরাগের ছোঁয়া, কার কাছে কই মনের কথা ও তোমাদের রানি ধারাবাহিক বন্ধের ডাক।

পূর্বাশা, হুগলি: সন্ধ্যা হতেই টিভি পর্দার ফুটে ওঠে একের পর এক ধারাবাহিক। বাড়ির ছোট থেকে বড় সকল বয়সের মানুষ ভিড় জমান টেলিভিশন
-এর সামনে। নির্মাতাদেরও মাথায় রাখতে হয় বিভিন্ন বয়সী দর্শকদের কথা। কিন্তু সম্প্রতি টিভি পর্দায় সম্প্রচারিত তিন বাংলা সিরিয়ালের বিরুদ্ধে অস্বস্তিকর দৃশ্য ও স্ক্রিপ্টের কারণে বয়কটের ডাক দিল দর্শক।
তালিকার প্রথমেই রয়েছে বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া। সম্প্রতি এই ধারাবাহিকে দেখানো হয়েছে সূর্য তথা অভিনেতার স্পার্ম ব্যবহার করে মা হয়েছে
মিশকা। এই স্ক্রিপ্ট ও ভাবনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দর্শকদের একাংশ। তাঁদের মতে সামাজিক
দিক থেকে এই ধরনের ভাবনা সম্প্রচারিত করা কার্যত অন্যায়। বয়কট সিদ্ধান্তের দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়াল। এই ধারাবাহিকের একাধিক দৃশ্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন দর্শক।
তিন নম্বরে রয়েছে স্টার জলসায় শুরু হওয়া নতুন ধারাবাহিক ‘তোমাদের রানি’। নায়ক ও নায়িকার বিয়ের আগেই ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য তুলে ধরা হয়েছে একটি এপিসোডে। যা দেখে তীব্র আপত্তি তুলেছেন দর্শককূল। এই ধারাবাহিকগুলির বিষয়ে আগামী দিনে কী সিদ্ধান্ত হয় এখন সেটাই দেখার।