সাপ্তাহিক টিআরপি তালিকায় ফের বাজিমাত সূর্য-দীপার! প্রথম পাঁচে জায়গা পেল কারা?
বাংলা ধারাবাহিকের সাপ্তাহিক রিপোর্ট কার্ডে এক নম্বরে 'অনুরাগের ছোঁয়া'! টিআরপিতে নামল 'জগদ্ধাত্রী'।

পূর্বাশা, হুগলি: বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তার দৌড়ে কে এগিয়ে রয়েছে আর কে পিছিয়ে? জানা যায় তাঁদের সাপ্তাহিক রিপোর্ট কার্ড থেকে। এই সপ্তাহের টিআরপি তালিকা বলছে, প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী, ফুলকি, নিম ফুলের মধু ও সন্ধ্যাতারা ধারাবাহিক। সকলের সঙ্গে অনেকটা ব্যবধান রেখে শীর্ষ স্থানে অবস্থান করছে ‘অনুরাগের ছোঁয়া’। ‘জগদ্ধাত্রী’ তার পরেই। প্রায় কাছাকাছি নম্বর পেয়ে তিন, চার ও পাঁচ নম্বরে ‘ফুলকি’, ‘নিম ফুলের মধু’ ও ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিক।
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে কাছাকাছি এসেছে সূর্য-দীপা। ওমনি তরতরিয়ে বেড়েছে টিআরপি। এ সপ্তাহে সূর্য-দীপার পেল (৮.৭) নম্বর। অন্যদিকে একের পর এক কেস সলভ করে দর্শকদের মনে জায়গা করল ‘জগদ্ধাত্রী’। এ সপ্তাহে তার প্রাপ্ত নম্বর (৮.২)। ধারাবাহিকের সাম্প্রতিক পরিবর্তন ও ‘ফুলকির’ প্রাণোচ্ছল অভিনয়ে (৭.৯) নম্বর নিয়ে তিন নম্বরে জায়গা করে নিল ‘ফুলকি’। অন্যদিকে, মেঘনাদকে পাকড়াও করে পর্ণা জিতে নিল (৭.৮) নম্বর। আর (৭.৩) নম্বর নিয়ে পাঁচ নম্বরে জায়গা করে নিল ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিক।
ষষ্ঠ স্থানে (৭.১) থেকে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা শুরু ‘কার কাছে কই মনের কথা’ আর ‘রাঙা বউ’ য়ের। গল্পের মোড় বদলে (৬.৫) নম্বর পেয়ে সাত নম্বরে জায়গা বানাল ‘খেলনাবাড়ি’। ওম-শ্রাবণের
রসায়ন ‘লাভ বিয়ে আজকাল’ কে এনে দিল (৬.৩)
নম্বর। অষ্টম স্থানে এই ধারাবাহিক। আর (৬.১) নম্বর পেয়ে ‘তুঁতে’ ও (৫.৯) নম্বর পেয়ে ‘বাংলা মিডিয়াম’ জায়গা বানাল প্রথম দশে।