একের পর এক আত্মহত্যা! কাজের অভাবেই কি আত্মঘাতী সঙ্গীত শিল্পী আতিফ নিলয়?

বাংলার বিনোদন জগত জুড়ে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটে চলেছে। ফলত এর জন্যই শোরগোল পড়ে গেছে গোটা বিনোদন জগৎ জুড়ে। পল্লবী দে থেকে শুরু করে বিদিশা, সকলেরই রহস্যমৃত্যুর ঘটনা সামনে এসেছে। এদের মৃত্যু রহস্য উদঘাটন করতে যখন সকলে ব্যস্ত তখনই শোনা গেল আরও এক আত্মহত্যার ঘটনা। তবে এবার এপার বাংলা নয়, ওপার বাংলায় ঘটেছে এই ঘটনা। প্রতিবেশী দেশ বাংলাদেশের সংগীত জগতের এক তরুণ শিল্পী ইতিমধ্যেই আত্মহত্যা করেছেন। কিছুদিন আগেই গায়ক আতিফ আহমেদ নিলয়ের ঝুলন্ত দেহ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। কিন্তু ঠিক কোন কারণে আত্মহত্যার পথ বেছে নিল আতিফ নিলয় ( Bengali singer Atif Ahmed niloy suicide reason ) , তা এখনও জানা সম্ভব হয়নি।

নিলয়ের আত্মহত্যার পর তার এক কাছের বন্ধুর থেকে তার সম্বন্ধে অনেক তথ্য পাওয়া গেছে। প্রয়াত গায়ক আতিফ নিলয়ের বন্ধু তাসনিম মীমও ছিলেন একজন কণ্ঠশিল্পী। আর তাসনিমের কাছ থেকেই মিলল আতিফ নিলয় এর সম্পর্কে অজানা তথ্য। তাসনিম সেদেশের সংবাদমাধ্যমের সাথে তার বন্ধুর মৃত্যু নিয়ে কথা বলেছিল। তার কথা অনুযায়ী জানা যায় বেশ কয়েকমাস ধরেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন আতিফ আহমেদ নিলয়। প্রথমত কয়েক মাস পূর্বে নিলয়ের বাবা ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রয়াত হন। আর তারপর থেকেই নিলয়ের মানসিক অবসাদ শুরু হয় বলে জানা গেছে।

img 20220527 192517

নিলয়ের বাবা প্রয়াত হওয়ার পর থেকেই ফেসবুকে সে বিভিন্ন হতাশগ্রস্থ পোস্ট দিতে বলে জানিয়েছে তার বন্ধু তাসনিম। সেসব পোস্ট দেখেই বোঝা যেত যে মানসিকভাবে হতাশ হয়ে রয়েছেন শিল্পী নিলয়। শেষবারের মতো গত ২১ মে নিলয়কে ফেসবুকে একটি পোস্ট করতে দেখা যায়। সেই পোষ্টের নিচে তিনি আল্লাহকে তার উপর হেদায়েত দান করতে বলেছেন। সাথেই তিনি এও লিখেছেন যে দিন দিন তিনি কেমন হয়ে যাচ্ছেন সেটা নিজেও জানেন না। নিজে না চাইতেও সকলকেই তিনি কষ্ট দিয়ে কথা বলেছেন। আর এসবের কারণ তিনি বুঝে উঠতে পারছেন না। আর এই পোষ্টের মাত্র কয়েক ঘণ্টা বাদেই আত্মহত্যা করেছিলেন নিলয়।

img 20220527 192413

আরও পড়ুন : ফের বাবা হতে চলেছেন Hrithik Roshan! হাঁটুর বয়সী প্রেমিকার বেবি বাম্প দেখে শোরগোল নেটপাড়ায়

তার আত্মহত্যার পিছনে কি তবে রয়েছে শুধুই তার বাবাকে হারানোর যন্ত্রণা? এ প্রসঙ্গে গায়কের ঘনিষ্ঠরা বলেছেন শুধু বাবাকে হারানোর জন্য নয়, দাম্পত্য জীবনেও অনেক সমস্যায় ভুগছিলেন নিলয়। তাঁর স্ত্রীর পরিবারের দিক থেকে নানান সমস্যার শিকার হচ্ছিলেন নিলয়, যার জন্য সংসার জীবনেও সুখী হতে পারছিলেন না তিনি। এমনটাই জানিয়েছেন তার এক বন্ধু। তার বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ। এবং উদ্ধারের পর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেখান থেকে এখনো কোনও খবর মেলেনি। প্রসঙ্গত ‘কার বাসর ঘুমাও বন্ধু’, ‘বোকা পাখি আপন চিনলি না’-সহ একাধিক জনপ্রিয় গান দর্শকদের উপহার দিয়েছেন আতিফ আহমেদ নিলয়। তরুণ প্রজন্মের অন্যতম গায়কও বলা চলে তাকে। আর তাই তাঁর মৃত্যু শোকে বাকরুদ্ধ হয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন: শহরে একের পর এক আত্মহত্যা করছেন মডেলরা! নেপথ্যে কারণ বিশ্লেষণ করলেন লালকুঠির রাহুল

 




Leave a Reply

Back to top button