‘এই মুহূর্তে সন্তান নেওয়ার ইচ্ছা ছিল না’! ভারতীর কথায় অবাক ভক্তগণ

অহেলিকা দও, কলকাতা : টেলিভিশনে (Television) যে সমস্ত হাস্যকৌতুক শিল্পীরা ( Comedians ) রয়েছেন তাদের মধ্যে জনপ্রিয় ( famous ) মুখ হলেন অভিনেত্রী ( actress ) ভারতী সিং ( Bharti Singh )। সাম্প্রতি মা ( mother ) হতে চলেছেন তিনি। ভারতী মানেই মুখে একরাশ হাসি ( Laugh )। আর সকলকে হাসি মজায় রাখার কম্পিটিশনে ভারতীই প্রথম। বিগত কয়েক মাস ধরেই তার গর্ভবতী ( pregnant ) হওয়া নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে নিজেও ইউটিউব ভিডিওর ( YouTube video ) মাধ্যমে সেই খবর দিয়েছিলেন তিনি। প্রথমবার মা হতে চলেছেন ভারতী ( Bharti Singh )। তবে মা হওয়ায় আদেও কি খুশি তিনি?
২০১৭ সালের ৩ ডিসেম্বর হর্ষ লিম্বাচিয়াকে ( Harsh Limbachiya ) বিয়ে করেন ভারতী ( Bharti Singh )। তবে জানুয়ারিতে বাগদান পর্ব সেরেছিলেন তারা। তাঁর স্বামী হর্ষ খুবই প্রাপ্তমনস্ক এবং শান্ত প্রকৃতির। আর তিনি ঠিক এর উল্টোটা। টেলিভিশন শো ‘কমেডি সার্কাস’-এর ( Comedy circus ) মঞ্চে হর্ষের সঙ্গে প্রথম পরিচয় ভারতীর। সেখান থেকেই বন্ধুত্ব ( friendship ) এবং পরে প্রেম ( relationship )। টেলিভিশনের একাধিক রিয়্যালিটি শোয়ের মঞ্চে ( reality shows ) একত্রে সঞ্চালনা করেছেন ভারতী এবং হর্ষ। প্রথমে মা হওয়ার কথা অস্বীকার করেলেও ইউটিউব চ্যানেলে নতুন সদস্যের আগমনের খবর দিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি এক সংবাদ মাধ্যম ভারতী ( Bharti Singh ) জানিয়েছেন, “প্রেগনেন্সির প্রথম আড়াই মাস আমি নিজেও বুঝতে পারেননি ব্যাপারটা। নিজের সমস্ত দৈনন্দিন কাজ, দৌড়ঝাঁপ থেকে নাচানাচি সবই করেছিলাম। কিন্তু হঠাৎই একদিন প্রেগনেন্সি পরীক্ষা ( pregnancy test ) করে পজিটিভ ( positive ) দেখলাম। তবে আমার এই মুহূর্তে সন্তান ( child ) নেওয়ার ইচ্ছা ছিল না।” তবে তাঁর স্বামী হর্ষের মতে এখন হোক বা দুবছর পর কোনোটাতেই আপত্তি নেই তার।
আরও পড়ুন…অভিমানে ছেড়ে ছিলেন অভিনয়! মনের জোরে ফের সিনে পর্দায় ‘সাথীহারা’র সেই নায়িকা
এদিন হাসিমুখেই নিজেকে প্রথম গর্ভবতী বলেছেন ভারতী ( Bharti Singh )। ইতিমধ্যেই গর্ভাবস্থায় জিনের সঞ্চালনা কাজ দিব্যি বজায় রাখছেন তিনি। তবে অভিনেত্রীর ইচ্ছা নয় মাস পর্যন্ত নিজের কাজ চালিয়ে যাবেন তিনি। যাতে সন্তান মায়ের মতই কঠোর পরিশ্রমী হয়। তিনি জানান, অপারেশন থেকে শুরু করে কাটাকুটিতে বড্ড ভয় পান তিনি। তাই সন্তানের জন্ম দেবার জন্য সি সেকশন পদ্ধতিতেই যথেষ্ট ভয় রয়েছে তাঁর। ইচ্ছা রয়েছে নরমাল ডেলিভারি ( normal delivery ) করার। নিয়মিত শরীরচর্চা বজায় রাখছেন তিনি, চিকিৎসকের পরামর্শের মতই চলছেন যাতে নরমাল ডেলিভারি করানো যায়।
আরও পড়ুন…‘সেটে আমাকে অপদস্ত করার সুযোগ ছাড়েনা’, কপিলের বিরুদ্ধে আনা সুমনার অভিযোগে শুরু হোল তোলপাড়