দক্ষিণী তারকা হয়েও কাঁপিয়েছেন বলিউড, রইল এমন ৫ সেলিব্রিটির তালিকা

ভারতের চলচ্চিত্র জগতে বলিউড ( Bollywood ) অত্যন্ত জনপ্রিয়। সকলেই চায় হিন্দি ছবিতে অভিনয় করতে। এবং আজ পর্যন্ত অন্যান্য ভাষাভাষীর বহু তারকারা হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তারমধ্যে দক্ষিণী অভিনেতাদের নাম না নিলেই নয়।দক্ষিণের এমন অনেক অভিনেতা আছেন, যারা খুব কম হিন্দি ছবিতে অভিনয় করলেও বলিউড ভক্তদের কাছ থেকে প্রচুর উৎসাহ পেয়েছেন। এমন অনেক তারকা রয়েছে যারা দক্ষিণী ছবির মতই বলিউড থেকেও সমানভাবে নাম কুড়িয়েছেন। এবং ধীরে ধীরে বলিউড ভক্তদের কাছে আরও জনপ্রিয় হয়েছেন। এক কথায় বলিউডে রীতিমত ঝড় তুলেছেন এইসব দক্ষিণী তারকারা ( South actors in Bollywood ) । তাহলে আসুন জেনে নেওয়া যাক সেসকল তারকার নাম।
রজনীকান্ত
বলিউডে দক্ষিণী তারকাদের ভূমিকা নিয়ে কথা হবে আর সেখানে রজনীকান্তের নাম থাকবে না তা হতেই পারে না। দক্ষিণী সিনেমার মতোই হিন্দি সিনেমাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন থালাইভার ওরফে রজনীকান্ত। বহু হিন্দি সিনেমা যেমন অ্যারেস্ট, চালবাজ, হাম প্রভৃতি ছবিতে রজনীকান্তের অবদান কোনোভাবেই অস্বীকার করা যায় না।
আর মাধবান
আর মাধবন এমন একজন দক্ষিণী অভিনেতা ছিলেন যিনি বিভিন্ন ভাষায় চলচ্চিত্রে অভিনয় করেছেন। শুধু তাই নয় নিজের প্রতিটি চরিত্রের সাথে খুব স্বাচ্ছন্দ্যে মানিয়ে নিতেন তিনি। দক্ষিণী সিনেমার একজন বিখ্যাত পরিচালক মণি রত্নম একদা মাধবান কে টেলিভিশনে দেখেছিলেন এবং তারপর থেকেই চলচ্চিত্র জগতে শুরু করেন মাধবান। বহু বিখ্যাত হিন্দি চলচ্চিত্র যেমন রং দে বাসন্তী, থ্রি ইডিয়টস এবং তনু ওয়েডস মনুতে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন আর মাধবান।
শ্রুতি হাসান
বিখ্যাত অভিনেতা কমল হাসানের কন্যা শ্রুতি হাসানও হিন্দি চলচ্চিত্রে নিজের ছাপ ফেলে গেছেন। তাঁর বাবার মত শ্রুতিও দক্ষিণী এবং হিন্দি সিনেমা উভয় ক্ষেত্রেই প্রচুর খ্যাতি কুড়িয়েছেন। বলিউডের একজন শ্রেষ্ঠ অভিনেতা অক্ষয় কুমারের সাথে গাব্বর ছবিতে অভিনয় করেছিলেন শ্রুতি। আর ছবিটি প্রচুর সফলতাও কুড়িয়েছিল।
প্রকাশ রাজ
প্রকাশ রাজ বলিউডে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রকাশ রাজকে মূলত খলচরিত্রে অভিনয় করতে দেখেছেন অনেকেই।আর খলনায়কের চরিত্রে দর্শকরা পছন্দও করেছেন তাঁকে। বহু জনপ্রিয় হিন্দি ছবি যেমন খাকি, ওয়ান্টেড, সিংহম, এবং দাবাং ২ এ অভিনয় করে তিনি এই সকল ছবি গুলিকে এক আলাদাই মাত্রা দিয়েছেন। যা হয়ত অন্য কারো দ্বারা সম্ভব ছিল না।
আরও পড়ুন: দুর্গাপুজোর থিম ‘সৌরভ গঙ্গোপাধ্যায়’! পুজো মন্ডপে এবার দাদার দাদাগিরি
তামান্না ভাটিয়া
বলিউডে প্রবেশ করার পর তামান্না ভাটিয়ার পথ যে খুব সুন্দর ছিল তা নয়। তার প্রথম হিন্দি ছবি খুবই খারাপভাবে মার খেয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এটা ভুলে গেলে চলবে না যে তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী। দক্ষিণী সিনেমায় প্রচুর নাম অর্জন করেছেন তিনি। এমনকি বাহুবলী ছবিতেও দর্শকদের কাছ থেকে অনেক প্রশংসা পান তামান্না।
আরও পড়ুন: জন্মের আগেই হবু সন্তানের লিঙ্গ নির্ধারণের চেষ্টা! জনস্বার্থ মামলা দায়ের রণবীর সিংয়ের বিরুদ্ধে