খুব শীঘ্রই OTT-তে আসতে চলেছে KGF Chapter 2, এত কোটি টাকায় বিক্রি হল স্বত্ব

রাখী পোদ্দার, কলকাতা : ফিল্ম ইন্ডাস্ট্রিতে দক্ষিণী ছবি যে ভাবে ঝরে তুলছে তাতে আরও খানিকটা মাত্রা বাড়িয়ে দিয়েছে সুপারস্টার যশ ( Yash) অভিনীত কেজিএফ টু ( KGF Chapter 2)। পুষ্পা ( Puspa), আরআরআর ( RRR)-এর পর ঝরের বেগে মানুষের মন জয় করেছে এই সিনেমা। ছবি মুক্তির দু সপ্তাহের মধ্যেই হাজার কোটির ব্যবসা করেছে এই ছবি। ছবি মুক্তির ১৯ দিন পেরিয়ে গেলেও এখনও নট আউট এই ছবি। ছবিটি শুধু মাত্র দক্ষিণী ভাষাতেই নয় হিন্দি ভাষাতেও আশ্চর্যজনক ফল দেখিয়েছে। রকি ভাইকে দেখতে হলে হলে লোকের যেন দিন দিন বেড়েই চলেছে। এইরূপ সাফল্য অর্জনের মধ্যেই ভেসে এসেছে আরেকটি সুখবর। শোনা গিয়েছে, একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ( OTT Platform) কিনে নিয়েছে এই ছবির সত্ত্ব। তাও আবার অবিসাশ্ব্য একটি টাকার অঙ্কের বিনিময়ে। যা শুনলে চমকে উঠতে বাধ্য হবেন আপনিও।
কেজিএফ টুয়ের ( KGF Chapter 2) এই সাফল্যের সামনে কোনো ভাবেই টিকে থাকতে পারল না টাইগার শ্রফের ‘হিরোপন্তি ২’ ( Heropanti 2)। মুক্তির প্রথম দিন মাত্র সাড়ে সাত কোটি টাকা ইনকাম করেছে টাইগার শ্রফের এই ছবি। তবে যশ ( Yash) অভিনীত কেজিএফ টু দেখার ক্রেজ যেন বেড়েই চলেছে মানুষের মধ্যে। মুক্তির পর প্রথম সপ্তাহের শেষে ২৫০ কোটির ব্যবসা করে ফেলেছিল ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। ছবিটি হিন্দি বক্স অফিসে ৩৯০ কোটির বেশি আয় করেছে।
আরও পড়ুন : ৫ দিন হাসপাতালে থাকার পর বাড়ি ফিরলেন মাধবী, ধরা পড়েছে গলব্লাডারে স্টোন সাথে সুগার
এইভাবে, হিন্দি ছবি ‘কেজিএফ ২’ আমির খানের ( Amir Khan) ‘দঙ্গল’ ( ৩৮৭ কোটি টাকার বেশি) সিনেমার রেকর্ড ভেঙে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র হয়ে উঠেছে। এক নম্বরে রয়েছে প্রভাসের ছবি ‘বাহুবলী ২’। ৫১০ কোটির বেশি আয় করেছিল এই ছবিটি। প্রি বুকিংয়ের ক্ষেত্রেও সকলের কাছে নজির গড়েছে এই ছবি। যশের সঙ্গে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে দুই বলিউড তারকা রবীনা ট্যান্ডন ( Raveena Tandon) এবং সঞ্জয় দত্তকে ( Sanjay Dutt)। মুখ্য অভিনেত্রীর ভূমিকায় দেখা দিয়েছে শ্রীনিধি শেঠিকে ( Srinidhi Shetty)। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, আসতে চলেছে কেজিএফ চ্যাপটার এর তৃতীয় পর্ব।
আরও পড়ুন : ছবির জন্য ৮৯ থেকে ৫৭ কেজি! কি করে ৩২ কেজি মেদ ঝরালেন ভূমি
এবার এক বিরাট সংখ্যক দর্শকদের জন্য নিয়ে আসা হয়েছে একটি সুখবর। ওটিটিতে মুক্তি পেতে চলেছে যশ ( Yash) অভিনীত এই ছবি। শোনা যাচ্ছে আগামী ২৭ মে থেকে শুরু হবে এই ছবির স্ট্রিমিং। তবে কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই ছবি তা এখনও পরিস্কার করে জানানো হয়নি। শোনা যাচ্ছে, প্রায় ৩২০ কোটি টাকায় ছবির সত্ত্ব কিনেছেন ওই জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ( Ott Platform)। যদিও ‘কেজিএফ ২’ ( KGF Chapter 2) ছবিটি সম্পর্কিত এই তথ্য এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে যদি সত্যি ছবিটির চুক্তি হয় ৩২০ কোটি টাকায় হয়, তবে এটি একটি নতুন রেকর্ড হবে কারণ এখনও পর্যন্ত কোনও ছবির ডিজিটাল রাইট এত কোটি টাকায় বিক্রি হয়নি।