নেগেটিভ ট্রোলকে পাত্তা দেন না অভিষেক বচ্চন, জাদুর মতো কাজ করেছে স্ত্রীয়ের পরামর্শ

প্রত্যুষা সরকার, কলকাতা: টলিউড থেকে বলিউড ( Bollywood ) এমনকি তার বাইরেও তারকাদের নিয়ে নেগেটিভ ট্রোল অস্বাভাবিক কিছু নয়। সোশ্যাল মিডিয়ায়তে ( social media ) নজরে আসে বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে ট্রোল। মাঝে মাঝে এই ট্রোল নিয়ে শুরু হয় বিতর্ক। তবে বচ্চন পরিবার নিয়ে ট্রোলটা যেন একটু বেশি শোনা যায়। বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে ( Abhishek Bachchan ) ঘিরে বিভিন্ন সময় নেটিজেনদের নেতিবাচক ট্রোল উঠে আসে সোশ্যাল মিডিয়ায়।
বিগ বি-র ছেলে হওয়ায় তাঁর অভিনয় হোক বা ঐশ্বর্য রাই বিয়ের পর থেকে বিভিন্ন সময় নেটিজেনদের কটাক্ষের মুখে পরেছেন অভিষেক ( Abhishek Bachchan )। এক এক সময় তাঁর লাক্সরিয়াস লাইফ লিড নিয়েও প্রশ্ন উঠেছে একাধিক বার। এই রকম নেতিবাচক ট্রোলের জবাবও দেন জুনিয়র বচ্চন। তবে এই সব ট্রোলকে পাত্তা না দিয়ে পরিস্থিতির সঙ্গে কীভাবে মোকাবিলা করতে হবে সেই বিষয়ে ঐশ্বর্য রাই বচ্চনের পরামর্শ মহৌষোধির মত কাজ করেছিল অভিষেকের জীবনে।
আগামী ৭ এপ্রিল ওটিটি প্লাটর্ফম নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে জুনিয়র বচ্চনের পরবর্তী ছবি দশভি। আর এই ছবির প্রচারের মাঝেই নিজের কাজ ও পরিবার নিয়ে সাক্ষাৎকারে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু শেয়ার করেছেন তিনি। আর সেখানেও ট্রোলের সম্মুখীন হতে হয়েছে তাকে। এবার সেই কথা প্রসঙ্গেই অভিষেক ( Abhishek Bachchan ) জানিয়েছেন কীভাবে তাঁর বিরুদ্ধে হওয়া ট্রোল তিনি সামলান। একথা বলতেই হয় যে, তাঁর বিরুদ্ধে হওয়া ট্রোলের জবাবে দেওয়া উত্তরে তাঁর বুদ্ধিদীপ্ততার পরিচয় পাওয়া যায়।
এই বিষয়ে তিনি জানান, শুরু থেকে বিষয়টা মোটেই এত সহজ ছিল না। একটা সময় ছিল যখন একটি নেগেটিভ ট্রোল হলেই তাতে বিব্রত হয়ে পড়তেন অভিনেতা। তবে এখন সে সবই অতীত। অর্ধাঙ্গিনী ঐশ্বর্য তাঁকে এই বিষয়টাটা থেকে স্বস্তি দিয়েছেন। অভিষেক বলেন, রাই তাকে বলেছেন ১০ হাজার ইতিবাচক মন্তব্যের মাাঝে যদি একটি নেতিবাচক মন্তব্য থাকে তাহলে সেটির প্রতি মোটেই মনোনিবেশ করা উচিত নয়। সবসময় পজেটিভ কমেন্টেই মনোসংযোগ করা উচিত। এই পরামর্শ মেনে চলার পরই নেতিবাচক মন্তব্য বা ট্রোল নিয়ে আর ভাবেন না দশভি হিরো।
আরও পড়ুন – পৃথিবীর বাইরে রাগী গ্রহ বৃহস্পতিতে রয়েছে প্রাণ! গবেষণায় বিজ্ঞানীদের চাঞ্চল্যকর দাবি
রাই-য়ের পরামর্শ জাদুর মতো কাজ করেছে অভিষেকের ( Abhishek Bachchan ) জীবনে। তারপর থেকে তিনি সব কিছুর মধ্যে ইতিবাচক দিক খুঁজে বের করার চেষ্টা করেন। অভিনেতা আরও বলেন, ব্যর্থতার সঙ্গে মোটেই মোকাবিলা করা যায় না। এর থেকে মুক্তির একমাত্র উপায় হল কীভাবে এটির থেকে বেরিয়ে আসা যায় সেই পথ খোঁজা।
আরও পড়ুন – ভারতীর কোল আলো করল পুত্রসন্তান, খুশির আমেজের ছড়াছড়ি নেটপাড়ায়