সুপারস্টার অক্ষয়ের মাথায় এত্ত বড় টাক! আসল রূপ দেখে রীতিমতো অবাক নেটিজেনরা

অহেলিকা দও, কলকাতা : গত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছেন বলিউডের সুপাস্টার অক্ষয় কুমার ( Akshay Kumar )। কয়েক দিন আগেই গুটখা আর পান মশলার বিজ্ঞাপন করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। পড়ে তিনি এই বিজ্ঞাপন থেকে সরে গিয়ে সকলের কাছে ক্ষমা চান তিনি। তার অভিনয়ের দক্ষতা সম্পর্কে আশা করি আর নতুন কিছু বলতে হবে না। এই বয়সে দাড়িয়েও অভাব হয় না তার কাজের। এখনও তিনি ( Akshay Kumar ) রোমান্স, অ্যাকশন বা কমেডি সবেতেই পারদর্শী।

কিছু দিন আগেই পরপর দুটি ব্লকব্লাস্টার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন অভিনেতা ( Akshay Kumar )। ছবি দুটি হল ‘অতরাঙ্গি রে’ এবং ‘সূর্যবংশী’। এই বয়সে তাঁর রোমান্টিক সিনেমা দেখলে আপনার মনেও রোমান্টিকতা জেগে উঠতে বাধ্য। তার মতো হ্যান্ডসাম বলিউডে খুব কম সংখ্যক রয়েছে। তার হাসি, ঘন সুন্দর চুল, দারুণ ফিগারেও আজ অনেক তরুণী কিশোরীদের ক্রাশ।

Akshay Kumar

তবে অনেকেই জানেন না, পর্দার অক্ষয় ( Akshay Kumar ) আর বাস্তবের অক্ষয়ের মধ্যে রয়েছে অনেক তফাৎ। তার ঢেউ খেলানো টেরি কাটা চুলের নেপথ্যে আসলে রয়েছে মস্ত বড় টাক। অনেক বছর আগে ‘প্যাডম্যান’ ছবির প্রচারে এসে তার আসল রূপ দেখে কার্যত চমকে যান নেটিজেনরা। সেবার তিনি কোনোও রকম উইগ ছাড়াই প্রচারে এসেছিলেন। লুকিয়ে রাখেননি তার মাথার অওবড় টাক।

Akshay Kumar

চর্ম চিকিৎসকদের মতে, অক্ষয়ের হেয়ার ফলিকলস যথেষ্ট দূর্বল। এই কারণে তার বন্ড করা চুল টেকেনি। সলমন খানেরও অক্ষয়ের মতো টাক পড়ে গিয়েছিল। কিন্তু সলমন দক্ষিণ আফ্রিকায় গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিয়েছিলেন। অক্ষয় কুমারেও কথা ছিল দক্ষিণ আফ্রিকায় গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর। কিন্তু তিনি তার নিজের শ্যুটিং এর চাপে তা করিয়ে উঠতে পারেননি।

আরও পড়ুন…একাধিক চমক নিয়ে হাজির হচ্ছে দাদাগিরি! বিশেষ এপিসোডে মঞ্চ মাতাতে উপস্থিত থাকছেন ‘বং গাই’ও

এদিকে, ‘কেশরি’ ফিল্মের শুটিংয়ের সময় মাথায় পাগড়ি পরতে হয়েছিল অক্ষয় কুমারকে ( Akshay Kumar )। এর জেরেই গরমের জ্বালায় চুল কামিয়ে ফেলেছিলেন অক্ষয়। একসময় অক্ষয়ের চুল দেখে যুবকেরা চুলের স্টাইল করতেন৷ শরীরচর্চার ফলে অত্যধিক ঘাম হেয়ার ফলিকলসে জমে তা দূর্বল করে দিত। এছাড়াও, বেশিরভাগ ক্ষেত্রেই চুলে জেল অন্যান্য ক্যামিকাল ব্যবহার করায় তাদের চুল খারাপ হয়ে গেছে।

আরও পড়ুন…অন ক্যামেরায় সলমনকে চুম্বন শেহনাজের! সিদ্ধার্থের মৃত্যুর পর কোন খেলায় মাতলেন তাঁর প্রেমিকা




Leave a Reply

Back to top button