নুন আনতে পান্তা ফুরোয়! হাসপাতাল থেকে স্ত্রী-সন্তানকে ফেরানোর টাকা ছিল না, শুনুন কাহিনী

অহেলিকা দও, কলকাতা : ‘গব্বর সিংহ’। শোলে ছবি মুক্তির পর এই নামেই খ্যাত আমজাদ খান ( Amjad Khan )। গব্বর চরিত্রে অভিনয় করে সুপারস্টার হয়ে যান তিনি। শোলে ছবির হিরো জয়-বীরুর থেকে কয়েকগুণ বেশি জনপ্রিয়তা পান খলনায়ক গব্বর। নায়ক নয় খলনায়কের চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন অভিনেতা আমজাদ। বলিউডের সেরা খলনায়কদের তালিকায় সবচেয়ে উপরেই নাম গব্বর-এর৷ এমনকি বলিউডের ইতিহাসে চিরকাল আমজাদের ( Amjad Khan ) নাম উল্লেখ করা হয় গর্বের সঙ্গে৷ তবে সেই আমজাদ খান একসময় কাটিয়েছেন তীব্র দারিদ্রে৷

১৯৭৫ সালে ১৫ অগাস্ট ভারতের বক্সঅফিসে মুক্তি পেয়েছিল ‘শোলে’। লেখা হয়েছিল ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের এক নতুন অধ্যায়। পরিচালক রমেশ সিপ্পির এই ছবি মুগ্ধ করেছে জেনারেশের পর জেনারেশনকে। সঞ্জীব কুমার ও আমজাদ খান ছাড়াও ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জগদীপ প্রমুখ। ছবিতে ডাকাত গব্বর সিং-এর চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছান আমজাদ খান ( Amjad Khan )।

amjad khan

শোলে ছবির আগে বেশ কয়েকটি ছবি করেছিলেন আমজাদ ( Amjad Khan )। তাঁর বাবাও ছিলেন অভিনেতা৷ মুম্বই শহরে জন্ম হয় তাঁর৷ শুরু থেকেই ফিল্মি পরিবেশে বড় হন। থিয়েটারের প্রতি ছিল আগ্রহ৷ পরবর্তীতে যোগ দেন বলিউড ইন্ডাস্ট্রিতে৷ শোলে ছবির আগে হাতে গোনা কয়েকটি কাজ করেছিলেন আমজাদ৷ সেই সময় শইলা খানকে বিয়ে করেন অভিনেতা৷

বিয়ের পরপর জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান৷ সন্তান জন্মের পর স্ত্রীকে হাসপাতাল থেকে ফেরানোর টাকা ছিল না আমজাদ খানের৷ স্ত্রী-সন্তানকে হাসপাতালে রেখে পালিয়ে পালিয়ে বেরিয়েছিলেন অভিনেতা৷ কারণ চূড়ান্ত অর্থ সমস্যা৷ কীভাবে তাদের বাড়ি আনবেন, কোথা থেকে পাবেন টাকা, বুঝতে পারছিলেন না তিনি৷

amjad khan

শেষে তাঁর পাশে এসে দাঁড়ান চেতন আনন্দ৷ চেতনের ছবি হিন্দুস্তান কি কসম ছবিতে খুব ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছিলেন আমজাদ৷ তিনি অভিনেতাকে ৪০০ টাকা দেন৷ সেই টাকায় স্ত্রী ও প্রথম সন্তানে হাসাপাতাল থেকে বাড়ি আনেন আমজাদ৷ তবে শোলে ছবির পর, তাঁকে আর ফিরে দেখতে হয়নি৷

মাত্র ৫১ বছর বয়সে মৃত্যু হয় আমজাদের৷ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়৷ তাঁর বড় ছেলে শাদাব খান জানান যে, আমজাদ ( Amjad Khan ) ব্যাঙ্কে টাকা রাখতেন না৷ বিশ্বস্ত বন্ধুদের কাছে জমা রাখতেন টাকা৷ তবে অভিনেতার মৃত্যুর পর মাত্র কয়েকজন সেই টাকা ফেরত দিয়েছিলেন বলে জানান আমজাদ৷

এরপর আমজাদের স্ত্রীর কাছে এক গ্যাংস্টারের ফোন আসে৷ বাজারে জমা থাকা ১ কোটি ২০ লক্ষ টাকা আমজাদের স্ত্রীকে দিতে চান তিনি৷ তবে সেই টাকা নেননি আমজাদ স্ত্রী শেইলা৷ পরে তিনি শুরু করেন নির্মান ব্যবসা৷ সেই থেকেই সংসারের হাল ধরেন আমজাদ খানের স্ত্রী৷




Leave a Reply

Back to top button