বড় খবর: একের পর এক দুঃসংবাদ বলিউডে! হাসপাতালে ভর্তি ‘পদ্মাবতী’ দীপিকা

জয়িতা চৌধুরী, কলকাতা: বলিউডের অন্যতম ফিট অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ( Deepika Padukone )। নিজেকে ফিট রাখতে কম পরিশ্রমও করেন না তিনি। তবে শারীরিক ভাবে ফিট থাকার পাশাপাশি মানসিক ভাবে সুস্থ থাকাকেও সমান গুরুত্ব দেন তিনি। মানসিক ভাবে সুস্থ থাকাটাই সবচেয়ে জরুরি বলে মনে করেন অভিনেত্রী। তবে সম্প্রীতি সূত্র থেকে জানা যাচ্ছে অভিনেত্রী নাকি হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে কি ‘ফিটনেস ফ্রিক’ অভিনেত্রীর দেখা দিয়েছে কোন শারীরিক সমস্যা?
সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের সূত্র থেকে জানা যাচ্ছে দীপিকা তিন দিন আগে সাধারণ চেক-আপের গিয়েছিলেন সেই বেসরকারি হাসপাতালে। তবে এতে চিন্তার কিছু নেই। সমস্ত পরীক্ষার রিপোর্ট ভালোই এসেছে অভিনেত্রীর। এমনকি এখন তিনি ব্যস্ত প্রোজেক্ট-কের ( Project- K ) শুটে। শারীরিক কোন রকম অসুস্থতা নেই তার। ব্যক্তিগত সমস্যা বা পেশাগত চাপ থাকাটা খুব স্বাভাবিক। কিন্তু তা যেন শরীর এবং মনের উপর প্রভাব না ফেলে, সে বিষয়ে নজর রাখা জরুরি বলে মনে করেন দীপিকা। মন ও শরীর— দুই-ই ভাল রাখতে দীপিকা তাই নিয়মিত শরীরচর্চার অনুশীলন করেন।
বিভিন্ন সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, নিয়মিত যোগাসন করে শারীরিক ও মানসিক ভাবে তিনি ঠিক কতটা ভাল থাকেন।নিজেকে সুস্থ রাখতে প্রায় দু’বছর ধরে যোগেই ভরসা রাখছেন অভিনেত্রী। শত ব্যস্ততার মধ্যেও সময় বার করে শরীরচর্চা করতে তিনি ভোলেন না। এমনকি, কোনও একটি ছবির জন্য তিনি এক জন যোগ প্রশিক্ষকের চরিত্রের জন্য প্রস্তাবও পেয়েছিলেন। বয়স, লিঙ্গ নির্বিশেষে সুস্থ থাকার একমাত্র দাওয়াই শরীরচর্চা, অভিনেত্রী তা বার বারই বলেছেন।
এমনি সময়ে তো বটেই, অবসরেও বিভিন্ন ধরনের যোগাসন করে থাকেন তিনি। জিমে গিয়ে শরীরচর্চা করার চেয়ে বাড়িতে যোগাসন করতেই বেশি পছন্দ করেন অভিনেত্রী। মালাসন দীপিকার প্রিয় একটি আসন।
কিছুদিন আগেই কান চলচ্চিত্র উৎসবে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone At Cannes Film Festival 2022) প্রথমদিনের লুক দেখে মুগ্ধ হয়েছিলেন সবাই। সব্য়সাচীর শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন দীপিকা। রেডকার্পেটে সিকুইন শাড়ি পরে হেঁটেছিলেন তিনি। তা দেখে তাঁর ভারতীয় অনুরাগীরা শুধুই প্রশংসা করেননি। দীপিকা যে ভারতীয় ঐতিহ্য়কে বিদেশের মাটিতে সম্মানের সঙ্গে পৌঁছে দিয়েছেন, তা দেখে সবাই গর্ব অনুভব করেছিলেন। এই ভারতীয় অভিনেত্রীর ফ্যাশন সেন্স বি-টাউনে আলোচনার বিষয়। এক এক সময় তাঁর এক একটি লুক সাড়া ফেলে দিয়েছে সবার মধ্য়ে।