অভিনয়ে আসতে চলেছেন স্ত্রী? বলিউডে পরিবারতন্ত্রকে আস্কারা দিচ্ছেন পঙ্কজ ত্রিপাঠি!

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগতের এক অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিতি গড়ে তুলেছেন পঙ্কজ ত্রিপাঠী ( Pankaj Tripathi )। বলিউডের এই জনপ্রিয় অভিনেতা তাঁর অভিনয়ের দরুন মন জয় করেছেন সিনেমা প্রেমিদের। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ( Pankaj Tripathi )-র ঝুলিতে রয়েছে ‘দ্য 83’ ‘সুপার 30’, ‘স্ত্রী’, ‘মিমি’, ‘বচ্চন পান্ডে’, ‘বরেলি কি বরফি’ সহ আরও একাধিক জনপ্রিয় বলিউড সিনেমা। তবে বড় পর্দার সঙ্গে সঙ্গে এই অভিনেতা বেশ জনপ্রিয় ওয়েব সিরিজের দুনিয়াতেও। যার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ হল ‘মির্জাপুর’।
তবে জানা গিয়েছে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ( Pankaj Tripathi ) সম্প্রতি অভিনয় করেছেন টলিউড তথা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ( Srijit Mukherjee )-এর পরিচালিত সিনেমাতে। শোনা গিয়েছে, ওই সিনেমার নাম ‘শেরদিল: দ্য পিলিভিত সাগা’। সিনেমাতে এই বলিউড অভিনেতাকে দেখা যাবে এক বিশেষ চরিত্রে অভিনয় করতে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ( Srijit Mukherjee ) পরিচালিত এবং টি-সিরিজ এবং রিলায়েন্স এন্টারটেনমেন্ট প্রযোজিত ‘শেরদিল: দ্য পিলিভিত সাগা’ আজ অর্থাৎ ২৪ শে জুন বড় পর্দায় অভিনয় করতে চলেছে।
অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ছাড়াও এই সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে সায়নি গুপ্তা এবং নিরাজ কবি-কে। কিন্তু এছাড়াও সিনেমাত দর্শকদের জন্য আরও এক চমক অপেক্ষা করছে। আর সেটা হল অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ( Pankaj Tripathi ) এর স্ত্রী মৃদুলা ত্রিপাঠী ( Mridula Tripathi )-ও এই সিনেমাতে অভিনয় করতে চলেছেন। জানা গিয়েছে, এই সিনেমাটি তাঁর অভিনিত প্রথম সিনেমা। অভিনেতার স্ত্রী মৃদুলা ত্রিপাঠী ( Mridula Tripathi )-কে এই মুক্তি প্রাপ্ত সিনেমাতে এক বিশেষ অতিথি শিল্পী হিসেবে অভিনয় করতে দেখা যাবে।
যদিও এই খবর খোদ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ( Pankaj Tripathi ) নিজেই প্রকাশ করেছেন। অভিনেতা জানিয়েছেন, ‘এই সিনেমাটি তাঁর স্ত্রী এর জীবনে অভিনিত প্রথম সিনেমা এবং বিনা পারিশ্রমিকেই তিনি এই সিনেমাতে অভিনয় করতে চলেছেন।’ যদিও এই বিষয়টি সামনে আসার পর দর্শকমহলের বিশেষ নজর থাকবে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ( Pankaj Tripathi ) এবং তাঁর স্ত্রী মৃদুলা ত্রিপাঠী ( Mridula Tripathi )এর উপর। তবে বিনা পারিশ্রমিকে একজন অতিথি শিল্পী হিসেবে অভিনয় জগতে প্রবেশ করার বিষয়টিকে অনেকেই প্রশংসা করলেও কিছু কিছু সমালোচকরা ইতিমধ্যেই এই বিষয়টিকে পরিবারতত্ব বলে আখ্যায়িত করেছেন।