মহিলা ভক্তদের মনে কষ্ট দিয়ে সাত পাকে প্রভাস! পাত্রী ছবি ফাঁস করলেন খোদ অভিনেতার কাকা

জয়িতা চৌধুরী, কলকাতা: ‘বাহুবলি’ ( Bahubali ) সিনেমাখ্যাত তারকা অভিনেতা প্রভাস ( Prabhas )। ভারতের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষদের একজন তিনি। তবে বয়স চল্লিশ পার হলেও এখনো অবিবাহিত ‘ইয়ং রেবেল’ ( young rebel of Bollywood ) খ্যাত এই তারকা। তবে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন প্রভাস। আর সেই খবর প্রকাশ্যে এনেছেন প্রভাসের কাকা বিশিষ্ট দক্ষিণী অভিনেতা কৃষ্ণম রাজু ( Krisnam Raju )।
গত মার্চে আচার্য বিনোদ কুমার নামের এক জ্যোতিষী তার ভবিষ্যদ্বাণীতে জানান, খুব শিগগির বিয়ে করবেন প্রভাস। এই বছরটা তার জন্য বিশেষ হবে। অভিনেতার ‘সিঙ্গেল স্ট্যাটাস’ বহু দিন ধরেই আলোচনার বিষয়। কিন্ত এবার বিশেষ সূত্র মারফত্ জানা যাচ্ছে, অভিনেতার বিয়ের পাত্রীও নির্ধারণ করেছে তার পরিবার। প্রভাসও নাকি তাতে মত দিয়েছেন। সবকিছু ঠিক থাকলেও এই বছরই শুভ কাজটি সেরে ফেলবেন তিনি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো পাওয়া যায়নি।
পশ্চিম গোদাবরী জেলার কৃষ্ণম রাজু এবং প্রভাস ফ্যান অ্যাসোসিয়েশনের সভাপতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখাই যাচ্ছে প্রভাসের বিয়ের প্রস্তুতি চলছে জোর কদমে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই সোরগোল পড়ে গেছে প্রভাসের ভক্তমহলে। সত্যি, সত্যিই এবার সিঙ্গেল থেকে ম্যারেড স্ট্যাটাস হতে চলেছে দক্ষিণী ছবির অন্যতম এলিজেবল ব্যাচেলরের এবং হৃদয় ভাঙতে চলেছে তাঁর ফিমেল ফ্যানদের। ভক্তরা তাদের প্রিয় তারকাকে শীঘ্রই বিয়ে-এর পিঁড়িতে বসতে দেখার জন্য অপেক্ষা করছে।
প্রভাসকে ‘রাধে শ্যাম’ছবির জন্য একটি প্রচারমূলক ইভেন্টের সময়, প্রভাসকে তার প্রেমের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন , ‘প্রেম এবং রোমান্স সম্পর্কে আমার পূর্বাভাস সবসময়ই ভুল ছিল,এটা আমার বিয়ে না হওয়ার একটা কারণ।’ তবে প্রভাস বা তার পরিবারের কেউই এই পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। বর্তমানে অভিনেতা সালার’ এবং ‘আদিপুরুষ’-এ কাজ করছেন, দুটি আসন্ন ছবি যা ‘সাহো’ এবং ‘রাধে শ্যাম’-ছবি দুটি ফ্লপ হওয়ার পরে তাঁর বক্স অফিসের আধিপত্য পুনরুদ্ধার করতে প্রস্তুত।
বাহুবলি’ সিনেমার সাফল্যের পর রীতিমতো তারকা বনে যান এই নায়ক। দীর্ঘ চার বছর সিনেমাটির জন্য সময় দিয়েছেন তিনি। সিনেমাটির প্রতি মনোযোগ যেন নষ্ট না হয়, এজন্য বিয়ে পিছিয়ে দিয়েছিলেন বলেও তখন শোনা যায়। ‘বাহুবলি’ মুক্তির পর প্রভাসের বিয়ে নিয়ে জল ঘোলা কম হয়নি। গুঞ্জন শোনা যায়, সিনেমায় তার সহ-অভিনেত্রী আনুশকা শেঠিকে বিয়ে করছেন প্রভাস। পরবর্তী সময়ে এ জুটি জানান, এ গুঞ্জন সত্য নয়।