‘মা আমার কাছে সব’,এভাবেই আন্তর্জাতিক নারীদিবসে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী কঙ্গনা রানাউত

বিতর্কের আরেক নাম কঙ্গনা রানাউত ( Kangna Ranaut )। প্রায়শই নিজের বক্তব্যের জেরে শিরনামের শীর্ষে উঠে আসেন বলিউডের কুইন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে এসব বিতর্কের মাঝেও তিনি মাঝেই মাঝেই বেশ প্রশংসিত হয়ে থাকেন। সম্প্রতি আন্তর্জাতিক নারীদিবস ( International Women’s Day ) উপলক্ষে তিনি তার ইন্সটা স্টোরিতে তার মায়ের বেশ কিছু ছবি শেয়ার করেন। যা ইতিমধ্যেই ভাইরাল। নেটিজেনরা বেশ প্রশংসা করেছেন তার স্টোরিতে দেওয়া ছবিগুলোর। স্টোরিতে দেওয়া ছবিতে ক্যাপশন স্বরূপ কঙ্গনা লিখেন সুপার ওম্যানরা এরকমই হয়। ছবিতে দেখা যাচ্ছে তার মা বাড়িতে বসে ঘরোয়া পদ্ধতিতে মাক্ষি বানাচ্ছেন।

আরও পড়ুন……………বাজারে লক্ষ্মীর ভান্ডার চিপস! নামের নেপথ্যে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন বিরোধীরা

‘থালাইবি’ অভিনেত্রী প্রথম থেকেই নারী স্বাধীনতা ও নারীর সম্মান নিয়ে সচেতন ছিলেন ( International Women’s Day ) । বলিউডের কঙ্গনাই প্রথম মহিলা যিনি মি টু’র ব্যপারে সোচ্চার করেন। বলিউডে নারীদের সাথে হওয়া যৌন নির্যাতনের ব্যপারেও তিনি বহুবার রুদ্রমূর্তি ধরেছিলেন। এখানেই থেমে থাকেননি তিনি তার সাথে হওয়া যৌন নিপীড়নের কথাও প্রকাশ্যে আনেন এবং উপযুক্ত শাস্তির দাবি জানান। ইন্ডাস্ট্রির অন্দরমহলের অন্ধকার দিকটি সম্পর্কে তিনি বার বার সাধারণ মানুষকে সচেতন করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

আরও পড়ুন………………অ্যাভেঞ্জার্স এর মতই শক্তিশালী শক্তিমান,বললেন নব্বই দশকের ছোটপর্দার চর্চিত সুপারহিরো মুকেশ খান্না

‘ধক্কর’ গার্ল কঙ্গনার ব্যাপারে ইন্ডাস্ট্রির অন্দরে অনেক গুজব শোনা যায়। সবার মতে নাকি তিনি বেশ এগ্রেসিভ ও রগচটা। তবে নারীকল্যাণমুলক ( International Women’s Day ) কাজের ক্ষেত্রে তিনি সত্যিই অগ্রগন্য ভুমিকা পালন করেছেন। তার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হল তার পরিবার ও তার মধ্যে রয়েছেন মা আর দিদি। কঙ্গনাকে শেষবার দেখা গিয়েছিল ‘থালাইবি’ সিনেমাটিতে। তার হাতে অনেকগুলো নতুন ছবির কাজ রয়েছে। এবছরই মুক্তি পেতে চলেছে তার জীবনীভিত্তিক নতুন ছবি ‘তেজাস’।




Leave a Reply

Back to top button