Actress Kareena Kapoor : ঘরের মেঝেতেই হামাগুড়ি একরত্তির, জেহ-র জন্মদিনে দুই ভাইয়ের ছবি পোস্ট করিনার

এবার সোশ্যাল মিডিয়ায় পটৌডি পরিবারের ক্ষুদে নবাবের ছবি প্রকাশ্যে আনলেন মা কারিনা কাপুর ( Actress Kareena Kapoor) । ভক্তদের আবদার ও ভালোবাসার প্রতিদান স্বরূপ ছোট ছেলে জেহ-এর জন্মদিনে নিজের ইনস্টাগ্রাম অ্যকাউন্টে (Instragram Account) সম্প্রতি জেহ আলী খান ও তৈমুর আলী খানের (Jeh Ali Khan and Taimur Ali Khan) একটি ছবি শেয়ার করেন । যেখানে দেখা যাচ্ছে পটৌডি পরিবারের (Pataudi Family) দুই ক্ষুদে নবাব সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে। ২০২১ এর ২১শে ফেব্রুয়ারি জন্ম নেয় কারিনা কাপুরের কনিষ্ঠ পুত্র জেহ আলী খান। ছবির ক্যাপশনে মাম্মি কারিনা লিখেছেন, “ ভাই, আমার জন্য অপেক্ষা করো। আমিও এখন থেকে তোমাদের একজন। এসো এখন থেকে পৃথিবীটা একসাথে দেখি।” এই পোস্টের সাথেই ছেলে একরাশ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সইফ সঙ্গিনী।
এদিকে এই ছবি প্রকাশ্যে আসার পর পরেই শুরু হয় বন্ধু ও ভক্তদের শুভেচ্ছা বার্তা প্রেরণ। অভিনেত্রী দিয়া মির্জা (Actress Dia mirza) শুভেচ্ছা জানিয়ে লিখেছেন – ” Happy birthday Jeh ” । অমৃতা আরোরা বেশ কিছু হার্ট ইমোজির সঙ্গে লিখেছেন – ” jeh baba “। “Happy birthday Jeh! Lots and lots of love ” বলে শুভেচ্ছা জানিয়েছে অভিনেত্রী নেহা ধুপিয়া । সাইফ আলী খানের দিদি সাবা আলী খান শুভেচ্ছায় জেহকে লিখেছেন, “Happy birthday Jeh jaan! Love you. Always. And Tim too,” the comment read. Karisma Kapoor shared a photo with Jeh and wrote, “Happy 1st birthday to J baba. Love you moistest. our bundle of joy #babyJ #happybirthday #familyfirst.”
View this post on Instagram
এছাড়াও অভিনেত্রী আরও একটি ছবি প্রকাশ্যে আনেন যেখানে বাবা সাইফ আলী খান ও জেহকে একই ফ্রেমে দেখা যাচ্ছে। যেখানে ক্যাপশনে মাম্মি কারিনা(Actress Kareena Kapoor) লিখেছেন, ” শুধু আমি নই , আব্বাও তোমাকে সর্বদা অনুসরণ করবে “। এদিকে জেহ এর জন্মের পরেই কারিনা কাপুর তার গর্ভকালীন অভিজ্ঞতা নি ” Kareena Kapoor Khan’s Pregnancy Bible” নামে একটি বইও লিখেছেন। এই বইটিতে তিনি তাঁর গর্ভকালীন অভিজ্ঞতার খন্ডচিত্রগুলোকে বর্ণনা করেছেন।
বড় ছেলে তৈমুরের সময়ের গর্ভকালীন অবস্থার সাথে ছোট ছেলের জেহ এর সময়কালীন গর্ভাবস্থার মধ্যে এক বিস্তর পার্থক্য রয়েছে বলে করিনা (Actress Kareena Kapoor) জানিয়েছেন। সমস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি নিজেকে আশার আলো দেখার অনুপ্রেরণা দিতেন বলে উল্লেখ করেছেন ওই বইয়েও। আরও জানান সব কঠিন পরিস্থিতি কাটিয়ে সব কিছু আবার স্বাভাবিক হবে এই ভেবেই তিনি নিজেকে দৃঢ় করতেন। আপাতত সব কিছু সামলে করিনা (Actress Kareena Kapoor) সামনেই মুক্তিপ্রাপ্ত নতুন ছবি ” লাল সিং চাড্ডা ” নিয়ে ব্যস্ত । যেখানে বিপরীতে দেখা যাবে আমির খানকে।