এই প্রথম কবীরকে নিয়ে অমৃতসর দর্শন, ছেলেকে নিয়ে আবেগে ভাসলেন কোয়েল

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। তিনি একজন অভিনেত্রীই শুধু নন,সেই সাথে তিনি একজন মা। একাধারে দুই রুপ। আর খুব সুন্দরভাবেই তিনি (Koel Mallick)এই দায়িত্ব পালন করছেন। একরত্তি কবীরের ব্যাপারে মা কোয়েল সবসময় বেশ সচেতন। ছেলের পাশে সবসময় ছায়ার মত থাকার চেষ্টা করেন অভিনেত্রী। সবে মাত্র এক বছর দশ মাস পূর্ণ করল কবীর। তাই আর দেরি না করেই ছেলে কবীরকে নিয়ে বেরিয়ে পড়লেন অমৃতসর দর্শনে। সঙ্গে ছিলেন স্বামী নিসপাল সিং।
আরও পড়ুন……ধর্মের উপরে মনুষ্যত্ব, বন্ধুর প্রাণ বাঁচাতে কিডনি দান হাসলু মহম্মদের
টলিউডের পাওয়ার কাপলদের মধ্যে এই জুটি অন্যতম। বিয়ের বহু বছর তারা একসঙ্গে পার করেছেন । অভিনেত্রী কোয়েল (Koel Mallick) বেশ সুন্দরভাবেই নিজের মনের মত করেই সংসারকে সাজিয়েছেন। সপ্রতি তিনি জানান যে, স্বামী নিসপাল সিং (Nispal Singh) ও তিনি বহুবার একসঙ্গে অমৃতসর দর্শনে গিয়েছেন। এবার তাদের ইচ্ছে ছেলে কবীর তাদের সফরসঙ্গি হবে। আর তাই হল। এই প্রথমবার তিনি ছেলেকে নিয়ে অমৃতসর দর্শনে গেলেন। ছেলে কবীর এখন সবে মাত্র প্রি স্কুলে ভর্তি হয়েছে। নিসপাল ও কোয়েলের অনেক দিনের পরিকল্পনা ছিল ছোট্ট কবীরকে নিয়ে তারা অমৃতসরের স্বর্ণ মন্দিরে যাবেন। অবশেষে এই ইচ্ছে পূরণ হওয়ায় আবেগে ঘনীভূত হলেন অভিনেত্রী।
আরও পড়ুন………ডিসেম্বরের শেষে যমুনা নদীতে কোনো নোংরা থাকবে না, নির্দেশিকা জাড়ি করল NMCG
প্রঙ্গত কোয়েল জানান ছেলে কবীর অমৃতসরের পরিবেশ দেখে খুবই উচ্ছসিত ছিল। দীর্ঘ লক ডাউনের পর এই হাওয়া বদল কবীররের বেশ ভালো লেগেছে। এখন কবীরের স্কুল খুলে গেছে। নিউ নরম্যাল লাইফের সঙ্গে আবারও অভ্যস্ত হয়ে উঠছে। অভিনেত্রী কোয়েল এ ব্যাপারে বেশ খুশি যে বাচ্চারা আবারও তাদের খেলার জায়গা ফিরে পাবে , সহপাঠীদের সাথে আনন্দ করার মুহূর্তগুলো ফিরে পাবে।