১০০০ কোটি পেরোলেই সিনেমা সুপারহিট! দক্ষিণী ছবি আরআরআর, কেজিএফ ২ নিয়ে বিস্ফোরক মন্তব্য মনোজ বাজপেয়ীর

প্রত্যুষা সরকার, কলকাতা: বিগত কয়েকটি সিনেমা দিয়ে বলিউডক একের পর এক টক্কর দিয়ে যাচ্ছে দক্ষিণী ছবি। দিন দিন তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। পুষ্পা (Pushpa), আরআরআর (RRR) থেকে কেজিএফ ২ (KGF 2) এর মতো সিনেমা এসে একেবারে মাত দিচ্ছে বলিউডকে। ছবির এই ব্যাপক সাফল্য প্রমাণ করে সেটাই। কেউ ৮০০ কেউ আবার কেউ ৯০০ এবার কেজিএফ ২ তো একেবারে ১০০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করে ফেলেছে। কিন্তু ১০০০ কোটির ব্যবসা করা সিনেমা মানেই কি সুপারহিট? সম্প্রতি একটি সাক্ষাত্কারে, দক্ষিণী ছবির সাফল্যের পর একপ্রকার বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা মনোজ বাজপেয়ীর (Manoj Bajpayee)।
যদিও কয়েক মাস আগে বিবেক অগ্নিহোত্রীর ছোট-বাজেটের ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ বক্স অফিসে আশ্চর্যজনকভাবে ভালো পারফর্ম করেছে। তবে বলিউডের ছবি এই অল্প কয়েক দিনের সাফল্য দক্ষিণী ছবিতে বিশাল অঙ্কের বক্স অফিস কালেকশনের সাফল্য এখন রোজকার হয়ে দাঁড়াচ্ছে। ইদানীং বক্স অফিসের সাফল্যের কথা বলতে গেলে, যশ অভিনীত কেজিএফ ২ ( KGF 2 ) এবং এস এস রাজামৌলির আরআরআর ( RRR ) শুধুমাত্র দেশে নয় বিশ্বব্যাপী অবিশ্বাস্য ব্যবসা করেছে। এই নিয়ে এদিন মুখ খুললেন মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)।
বললিউডের একজন প্রতিভাবান অন্যতম অভিনেতা মনোজ বাজপেয়ী। হিন্দি সিনেমা থেকেই ওটিটি প্ল্যাটফর্ম সর্বত্রই নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে প্রশংসা পেয়েছেন তিনি। বিশেষ করে ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজে তাঁর অভিনয় মন কেড়ে নিয়েছে সকলের। তবে বহুদিন যাবৎ বড়পর্দার ছবি বা বলিউডের৷ কোনও ছবিতে অভিনয় করতে দেখা যাচ্ছে না অভিনেতাকে (Manoj Bajpayee)। বড়পর্দায় অভিনয় না করলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে বড়পর্দার সিনেমা নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন অভিনেতা।
অভিনেতা মনোজ বাজপেয়ী বলেন, ‘বর্তমান সময়ে দাঁড়িয়ে সিনেমা কেমন হয়েছে সেটা নিয়ে কেউই সেভাবে কথা বলতে নারাজ। ছবিতে তারকাদের অভিনয় কতটা ভালো হল? ছবির জন্য বাকিদের অবদান কতটা? ছবির বিশ্লেষণ এখন সেভাবে আর হয় না। এখন শুধু ছবির ১০০০ কোটির বক্স অফিস কালেকশন নিয়ে মাতামাতি চলছে সর্বত্র। সবাই শুধু আটকে পরে রয়েছে ৩০০, ৪০০ থেকে ১০০০ কোটির ব্যবসা নিয়েই। এই নিয়ে বিতর্ক চলছেই, এটা আর থামার নয়।’
অভিনেতা বলেন, মেনস্ট্রিম সিনেমা গুলি আজ একপ্রকার অন্ধকারে নিমজ্জিত হয়েছে (Manoj Bajpayee)। এমন অনেক পরিচালক আছেন যারা আসলে সিনেমা তৈরী করতে চান কিন্তু তার আগে একটাই প্রশ্নের সামনে এসে পড়ছেন বারবার, ভালো সিনেমা হলে সেটা কেন চলছে না? আবার অনেক পরিচালকদের থেকে এর উত্তরও মিলছে, তাঁরা বলছেন সিনেমার এই কোটি কোটি টাকার বক্স অফিসের প্রতি লোভ করেন না তাঁরা।
আরও পড়ুন – হিন্দি সিরিয়ালের পর এবার সোজা সিনেমায় ডেবিউ করছেন ক্রুশল! বিপরীতে এই জনপ্রিয় টলি নায়িকা
আগে একটা সিনেমা রিলিজ করবে এটাই বিশাল ব্যাপার ছিল। কিন্তু বর্তমানে কমার্শিয়াল ছবি গুলি কোটি টাকার পিছনে দৌড়াতে হারাচ্ছে অনেক কিছুই। তাই ব্যবসায়িক ছবি বানাতে গিয়ে অভিনয় থেকে সিনেমার কাহিনী নিয়ে ভাবছে না কেউ আর।
আরও পড়ুন – বলিউডকে খোঁচা দক্ষিণী মহারাজ মহেশ বাবুর, মন্তব্য শুনে সমর্থনের সুরে খুশি কঙ্গনা