কোটি টাকার সম্পত্তি! কপালে সিঁদূর নিয়েও কোনও উত্তরাধিকার পেলেন না রেখা

চিরযৌবন রেখা। তাঁর রূপের ঝলকে আজও বয়স আন্দাজ করা বড়ই কঠিন। সময়ের সঙ্গে অভিনয়ের পরিমাণ কমে গেলেও এখনও বারংবার লাইমলাইটে ফিরে ফিরে আসেন তিনি। হাজারও বিতর্কের মাঝেই তাঁর বাস। অমিতাভ বচ্চন থেকে বিনোদ মেহরার হয়ে মুকেশ আগরওয়ালের প্রেম থেকে শুরু করে বিয়ে, জীবনের প্রতিটি ক্ষেত্রে চর্চার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। অভিনয় জগতে বিশেষ দেখা না গেলেও তাঁকে নিয়ে চর্চার কোনও কমতি নেই অন্যান্য অভিনেত্রী ও মিডিয়ার মধ্যেই। বর্তমানে তাঁকে বিশেষ দেখা না গেলেও নিজের দক্ষ অভিনয়ের মধ্যে দিয়েই যথারীতি কোটি টাকা কামিয়ে নিয়েছেন অভিনেত্রী।
মানুষ তার সকল সম্পত্তি রেখে যায় আগামীর জন্য কিন্তু রেখা কপালে সিঁদূর পরলেও তার কোনও সন্তান নেই বলেই জানে বলি সমাজ। তা হলে এত কোটি টাকার সম্পত্তি কার নামে রেখে যেতে চলেছেন অভিনেত্রী? প্রসঙ্গত, অভিনয়ের জগতে তাঁর শেষ সিনেমা সুপার নানি। তবে এবার আর সিনেমার বড় পর্দায় নয়! রেখাকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। সঞ্জয়লীলা বনশালী পরিচালিত একটি ওয়েবসিরিজে অভিনয় করছেন তিনি। বাইজিদের নিয়ে তৈরি সেই ওয়েবসিরিজে মূল চরিত্রে থাকবেন তিনি।
উল্লেখ্য, দেশ জুড়ে মহামারি লাগার পর থেকেই নিজেকে ঘরবন্দী রেখেছেন রেখা। এককালে ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা পর্যন্ত সব মাতিয়ে রাখতেন তিনি। সেই জেরেই আয় করেছেন কোটি টাকা। একটি সূত্র মতে, বর্তমানে নয় নয় করে ৪০০ কোটি টাকার সম্পত্তির মালিক রেখা। কিন্তু এত টাকা থেকেও আজও নিঃসঙ্গ তিনি। কেউ নেই তাঁর। প্রেম করেছেন কিন্তু তাও টেকেনি। একাকী রেখা।
নিজের এত কোটি টাকার সম্পত্তি নিয়ে বরাবরই নীরব থাকেন রেখা। একটি সূত্র মোতাবেক সিনেমা পিছু পারিশ্রমিক হিসাবে ১৩ থেকে ১৫ কোটি টাকা নিয়ে থাকেন রেখা। আর বিজ্ঞাপন কিংবা কোনও ব্র্যান্ড প্রোমোশনের জন্য ৫ থেকে ৬ কোটি টাকা। নিজের গোটা জীবনে একাধিক পর্দায় তাঁকে দেখা গিয়েছে। যার জেরে প্রায় কয়েক শো কোটি টাকার আজ মালিক অভিনেত্রী। শাহরুখ খান ও ইরফান খানের প্রতিবেশী তিনি। সমুদ্রের সামনেই কোটি টাকার বাড়ি তাঁর। সর্বত্র সোনায় মোড়া তাঁর সাজপোশাক নজর কাড়ে অন্য অভিনেত্রীদেরও। কিন্তু এত টাকা থেকেও আজ একা রেখা। নিঃসঙ্গতাতেই কাটে প্রতিটা সময়।