এ কোন ধরনের জামা পড়ে প্রকাশ্যে এসছেন অভিনেত্রী,বক্ষ বিভাজিকা দেখিয়ে চরম কটাক্ষের শিকার হলেন সামান্থা

সাউথের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা (Samantha Ruth Prabhu) । দেখতে যেমন স্বর্গীয় সুন্দরী তেমনি অভিনয় গুনেও দক্ষ। তার অনুরাগী সংখ্যাও কম না। তাকে নিয়ে কৌতূহল আর উদ্দিপনার কমতি নেই। কিছুদিন আগেও নাগার সাথে ডিভোর্স এর কারণে সংবাদের শীর্ষে এসেছিলেন তিনি (Samantha Ruth Prabhu)। অনুরাগীদের ভালবাসার সাথে সাথে কটাক্ষও কম শুনতে হয় না তাকে। সম্প্রতি একটি ফটোশুটে তার লুক ও ড্রেসিং দেখেই নেটিজেনরা তেলে বেগুনে অবস্তা।

আরও পড়ুন……ডিসেম্বরের শেষে যমুনা নদীতে কোনো নোংরা থাকবে না, নির্দেশিকা জাড়ি করল NMCG

বক্ষ বিভাজিকা দেখানো একটি গাড় সবুজ রঙের পোশাকে প্রকাশ্যে আসেন সামান্থা (Samantha Ruth Prabhu)। ভি কাট গলার সেই জামার মধ্যে দিয়ে উঁকি মারছে সামান্থার স্তন যুগল। বুকের বেশির ভাগ অংশই অনাবৃত। ফলে অভিনেত্রীকে আরও লাস্যময়ী ও আবেদনময়ি দেখাচ্ছে। অনেক ভক্তরা তার এই আউটফিটের জন্য তাকে সাহসী ও বোল্ড বলেছেন। অন্যদিকে আবার অনেক নেটিজেনরা সামান্থার (Samantha Ruth Prabhu) এই আউটফিটকে বলেছেন নোংরামো। অনেকেই অভিনেত্রীর ছবির নীচে সরাসরি আক্রমনাত্মক কমেন্ট করেন। নির্বোধের মত এমন ড্রেস তিনি না পরলেও পারতেন বলে জানান অনেকে।

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

আরও পড়ুন………চীনে ফের করোনা কোপ, জারি লকডাউন, আক্রান্ত দুই বছরে সর্বাধিক

তবে দক্ষিনী এই অভিনেত্রী যথেষ্ট সাহসী। তিনি (Samantha Ruth Prabhu) এসবের কোনও কিছু তোয়াক্কা না করেই নিজের খেয়াল মত খোলামেলা পোশাকে নিজেকে সামনে নিয়ে আসছেন। তিনি জানান এরকম অভিজ্ঞতা এই প্রথম নয় বহুবার তিনি এরকম অভিজ্ঞতার শিকার হয়েছেন। এর আগেও নাগার সাথে ডিভোর্সকে কেন্দ্র করে অনেক কুমন্তব্যের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু সবকিছুর পরেও অভিনেত্রী সব নেতিবাচকতাকে দূরে রেখে নিজের শর্তেই বাঁচেন।




Leave a Reply

Back to top button