বিগ-বি’র জেরে রাতের ঘুম উড়েছিল এই অভিনেত্রীর, সর্ব সম্মুখেই ফাঁস করলেন সে রাতের ঘটনা

প্রত্যুষা সরকার, কলকাতা: একসাথে কাজ করতে করতে আসে পাশের মানুষ গুলোর সাথে এক অন্য রকম সম্পর্ক তৈরী হয়। চলচিত্র হোক বা অন্য কোনও ইন্ডাস্ট্রি। এরকমই অনেক বার এর উদাহরণ দেখা গেছে বলিউডে ( Bollywood )। তারকারা একে অন্যের সাথে একসাথে কাজ করার সময়, এমন গভীর সম্পর্ক গড়ে তোলেন যে তারা একে অপরের অনুভূতি জানেন। শুধু তাই নয়, এই মানুষগুলো একে অপরের হৃদয়ে এমনভাবে জড়িয়ে যায় যে তারা আগে থেকেই আসন্ন কষ্ট সম্পর্কে অবগত হয়। শোনা গেছিল মৃত্যুর প্রথম রাতেই শ্রীদেবীর মৃত্যু বুঝতে পেরেছিলেন অমিতাভ বচ্চন ( Amitabh Bachchan )।
অমিতাভ বচ্চন বলিউড ইন্ডাস্ট্রির বিগ-বি।
বলিউড ইন্ডাস্ট্রি অমিতাভ বচ্চন ( Amitabh Bachchan ) হলেন একজন ব্র্যান্ড। এই বলি নক্ষত্র ক্রমে ক্রমে উজ্জ্বল হয়ে উঠছেন। প্রায় পাঁচ দশক ধরে বলিউডের বিগ-বি সিনেমাপ্রেমীদের মন জয় করে আসছেন। তিনি যেমন শ্রীদেবীর কথা বুঝতে পেরেছিলেন, তেমনই অমিতাভ বচ্চনের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা আগেই জানতে পেরেছিলেন অভিনেত্রী স্মিতা পাটিল। একটি সাক্ষাৎকারে নিজেই সেই কথা প্রকাশ করলেন অমিতাভ।
এত বছরের বলিউড জীবনে একাধিক অভিনেত্রীর সাথে স্ক্রীন শেয়ার করে নিয়েছিলেন বিগ বি। সম্প্রতি এক সংবাদমাধ্যমে৷ তাঁর সম্পর্কে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি ( Amitabh Bachchan ) জানান, ১৯৮২ সালে কুলি ছবির সেটে, গুরুতর চোট পেয়েছিলেন বিগ-বি। সেটা নাকি আগে থেকেই জানতে পেরে ছিলেন অভিনেত্রী স্মিতা পাটিল। এই ঘটনার একদিন আগে দুঃস্বপ্ন দেখেছিলেন অভিনেত্রী।
বিগ-বি বলেন, বেঙ্গালুরুতে কুলির শুটিং করছিলেন তিনি ( Amitabh Bachchan )। রাত আড়াইটার দিকে হোটেল রুমে ফোন আসে তাঁর। রিসেপশনিস্ট জানান, স্মিতা পাতিল লাইনে আছেন। এটা শুনে একটু অবাকই হয়েছিলেন তিনি। কারণ, এর আগে এমন সময়ে তাঁর সাথে আগে কখনো কথা বলেননি অভিনেতা। ফোনে কথা বলার সময় স্মিতা পাতিল বিগ-বি কে বলেছিলেন যে তিনি তাঁকে নিয়ে একটি খারাপ স্বপ্ন দেখেছিলেন। এবং পর দিন শুটিং সেটে গিয়ে চোট পান অভিনেতা।
আরও পড়ুন – জিলিপির থেকেও প্যাঁচালো ঋতুপর্ণা, খরাজের বিষ্ফোরক মন্তব্যে শোরগোল নেটপাড়ায়
বলে রাখা ভালো, যে স্মিতা পাতিল সুপারস্টার অমিতাভ বচ্চনের ( Amitabh Bachchan ) সাথে নমক হালাল এবং শক্তি ছবিতে কাজ করেছিলেন। অমিতাভ বচ্চনের সঙ্গে চলচ্চিত্রে কাজ করার সময় দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু অভিনেত্রী নিজেই বলেন, ‘অমিতাভের সাথে শুটিংয়ের সময় রোমান্টিক হওয়া আমার পক্ষে খুব কঠিন ছিল। বিগবি তাকে পছন্দ করবেন নাকি সেই চিন্তায় তিনি সারারাত ঘুমাতে পারেননি।’
আরও পড়ুন – ৪ মাসেই সমাপ্তি! কাহিনী নাকি দর্শকের অভাব, কোন কারণে শেষ জলসা ঘরের এই ধারাবাহিক