মৃত্যুর পরও অমর তাঁর সুর! প্রয়াণের খবর আসতেই দেশ জুড়ে ভাইরাল ইমরান-কেকে জুটি

প্রত্যুষা সরকার, কলকাতা: গত মঙ্গলবার রাতে সংগীত জগতে ঘটে গেছে আরও এক নক্ষত্র পতন। ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমণ করেছেন বলিউডের এক অন্যতম জনপ্রিয় গায়ক ও সুরকার কৃষ্ণকুমার কুন্নাথ ( kk )। মঞ্চে যিনি তাঁর কে কে নাম দিয়েই কাপিঁয়েছেন হাজার হাজার ভক্তের মন। তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পরে সঙ্গীতপ্রেমীরা হতবাক হয়ে পড়েছিলেন। মাত্র ৫৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কে কে। তার আকস্মিক মৃত্যু সম্পর্কে জানতে পেরে ভেঙে পরেছেন তাঁর ভক্তরা।
ভক্তদের জীবনের বিভিন্ন পর্যায়ে হৃদয়বিদারক থেকে দৈনন্দিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে সাহায্য করেছে কে কের সুরেলা কন্ঠস্বর। তিন দশক ধরে বেশকিছু বলিউড গানে কণ্ঠ দিয়েছেন তিনি ( kk passed away )। বলিউডের তাঁর গান গুলির মধ্যে বেশির ভাগ গান গুলি তিনিই ইমরান হাশমির এর ছবিতে সবচেয়ে জনপ্রিয় গান গেয়েছিলেন। এবং তারপর ধিরে ধিরে রিল লাইফে ইমরান হাশমিরের কণ্ঠস্বর হয়ে ওঠেন কে কে। ‘দিল ইবাদত’ থেকে শুরু করে ‘তুম মিলে’, ‘তুঝে খুঁজতা হুন’, ‘জান্নাত ২’-এর মত সুপারহিট কিছু গান অতীতে উপহার৷ দিয়েছেন তাঁরা।
গায়কের মর্মান্তিক মৃত্যুর পরে, ইমরান হাশমি টুইটার ট্রেন্ডের তালিকায় একটি জায়গা বুক করে ভক্তরা এই অবিস্মরণীয় অভিনেতা-গায়ক জুটিকে মনে রেখেছেন। তাই কেকে-র মৃত্যুর পর তাই টুইটারে ট্রেন্ড করেছেন ইমরান হাশমি। ভক্তরা টুইটারে গানগুলির ভিডিও শেয়ার করেছে এবং “জাদুকরী যুগল” কে স্মরণ করেছেন।
There are good singers,there are best singers and then there is #KK , a class apart!
Playlist is always full of his songs.
Emran Hashmi Song+KK voice combination=unbeatable!
Thanks for all the masterpiece legend!#RIPKK Sir💐#KKsinger will always be in memories. pic.twitter.com/ycLrhBHQxJ— Desert Scorpion🦂🇮🇳 (@TigerCharlii) June 1, 2022
তাদের একজন লিখেছেন, ‘9XM-এ কে কে × ইমরান হাশমি প্রায় ৯০-২০০০-এর দশকের প্রথম দিকের বাচ্চাদের জন্য শৈশবের স্মৃতি। এটি আর আগের মতো থাকবে না।’ অন্য একজন বলছেন, ‘একটি প্রাণময় কন্ঠের সাথে আমরা আমাদের পুরো কলেজ জীবন উদযাপন করেছি, অনেক সুন্দর স্মৃতি তৈরি করেছি, ইমরান হাশমির আরেকটি কণ্ঠ।’ শুধু ভক্তরা নয় তাঁর মৃত্যুতে ভেঙে পরেছেন গোটা সংগীত মহল।
We lost a legend who can sing high notes with the feeling and Emraan Hashmi lost his voice in reel life 💔
Zara sa ( KK ) 🥺 #RIPKK NOT KK ☹️ pic.twitter.com/1RghgfG4N0
— LateNytPlaylist ¹⁷ (@LateNytPlaylist) May 31, 2022