কপিল শর্মা শো তে আবার কি দেখা যাবে সুনীলকে ?
কৌতুক অভিনেতাদের মধ্যে কপিল শর্মা সেরা , তারই একটি শো আসতে চলেছে নেটফিক্সসে। সেই শো তে বর্তমানে যে কপিল পরিবার দেখা যাচ্ছে সনি টিভ তে সেই পরিবারকেই দেখা যাবে । আশা করা যাচ্ছে গত ৬ বছরের বিবাদ মিটিয়ে শোতে আসতে পারে সুনীল গ্রোভার।

কপিল শর্মা শো তে আবার কি দেখা যাবে সুনীলকে ? কৌতুক অভিনেতাদের মধ্যে কপিল শর্মা সেরা , তারই একটি প্রদর্শনী আসতে চলেছে নেটফিক্সসে। সেই প্রদর্শনীতে বর্তমানে যে কপিল পরিবার দেখা যাচ্ছে সনি টিভি চ্যানেলে সেই পরিবারকেই দেখা যাবে । আশা করা যাচ্ছে গত ৬ বছরের বিবাদ মিটিয়ে প্রদর্শনীতে আসতে পারে সুনীল গ্রোভার। সুনীল একজন সুপরিচিত কৌতুক অভিনেতা তাকে সালমান খানের সিনেমা সঙ্গে বলিউড এর তাবর অভিনেতার সিনেমাতে দেখা যায় । সেই দিক থেকে কপিল শর্মা একজন সু প্রতিষ্ঠিত কৌতুক অভিনেতা সাথে বলিউড এর অভিনেতা যে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন।
প্রায় ৬ বছর আগে সুনীল গ্রোভার কপিল শর্মা শো তে ডক্টরের ভূমিকায় অভিনয় করতো। কিন্তু একটি মত বিরোধ এর পরে তাদের এই সম্পর্কে বিবাদ ঘটে এবং গ্রোভার প্রদর্শনী ছেড়ে চলে যায় । ডক্টর গুলাটির যে চরিত্রটি সুনীল গ্রোভার ফুটিয়ে তুলেছিলেন তার বিকল্প আজও পাওয়া যায়নি । দর্শকরা আজও অপেক্ষা করে সুনীল গ্রোভারের ঘরে ফিরে আসার । এই বার যে প্রদর্শনী নেটফ্লিক্স এ প্রকাশ পেতে চলেছে , সেই প্রদর্শনীতে সবাই আশা রাখছে দেখা মিলবে সবার পছন্দের কৌতুক অভিনেতা সুনীল গ্রোভারের। বাকি যে যে সদস্যদের নিয়ে প্রদর্শনী চলছিল তাদেরও জায়গা হবে নতুন প্রদর্শনী । নতুন ঘরে এক সংসারে বাঁধা পড়েছে সেই সংসারী হাসির জোয়ার নিয়ে আসছে OTT প্লাটফর্মে।
কপিল শর্মার নতুন প্রদর্শনীতে কৃষ্ণা অভিষেক, কিকু শারদা এবং রাজীব ঠক্কর এবং অর্চনা পুরন সিংয়ের মতো কপিলের কমেডি শোয়ের পরিচিত মুখরা রয়েছেন। প্রদর্শনী এর নাম করণ হয়েছে তা এখনো প্রকাশের আসেনি । তবে ট্যাগলাইন ‘ঘর বদলেছে, সংসার নয়’, দর্শকদের মধ্যে আলাদাই প্রভাব ফেলেছে । সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই কৌতুক রঙ্গপ্রদর্শনী শুরু হওয়ার জন্য । OTT তে প্রকাশ পাওয়ার কারণে যে সময় ঘাটতির সমস্যায় পড়তে হতো দর্শকদের তার বিকল্প উপায় পাবে দর্শকরা । এর ফলে প্রদর্শনীর দর্শক সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা থাকছে । এই বার অপেক্ষা শুধু প্রদর্শনী শুরু হওয়ার ।