এবার আসছে ‘বর্ডার ২’, সানি দেওল থাকবেন? ‘গদর ২’-এর সাফল্যের মধ্যেই অভিনেতা যা জানালেন

৮ দিনে প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সানি দেওলের ছবি।

বক্সঅফিসে সুপারহিট ‘গদর ২’। ৮ দিনে প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সানি দেওলের ছবি। এর মধ্যেই শুরু নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, ‘গদর ২’-এর ধামাকাদার সাফল্যের পর বর্ডার-এর সিক্যুয়েল আনতে চলেছেন সানি।

১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল ‘বর্ডার’। ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিতে জেপি দত্ত পরিচালিত এই ছবি কাল্টের মর্যাদা পেয়েছে। বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে, ‘বর্ডার ২’ তৈরি হতে পারে। তাতে সানি দেওলও নাকি থাকবেন। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের গল্প নিয়ে তৈরি হবে এই সিক্যুয়েল।

খুব শীঘ্রই নাকি ছবির আনুষ্ঠানিক ঘোষণাও করবেন নির্মাতারা। বর্ডার ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন সানি দেওল,জ্যাকি শ্রফ,সুনীল শেট্টি,অক্ষয় খান্না,পুনিত ইশার,কূলভূষণ খারবান্দা ছাড়াও আরও অনেকেই।তবে ‘বর্ডার ২’তে সানি দেওল ছাড়া পুরনো বর্ডার ছবির আর কোনও তারকাই থাকছেন না। বদলে থাকবেন বলিউডের নতুন প্রজন্মের তারকারা।

Sunny Deol,Border 2,Gadar 2,bollywood

এই খবর ছড়িয়ে পড়তেই সানি-অনুগামীরা উত্তেজিত। আরও একটা হিট ছবির আশায় কোমর বাধতেঁ শুরু করে বলিউড ইন্ডাস্ট্রিও। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলতেঁ শুরু করেছেন, গদর২-এর পর আরও একটা হিট সিনেমা আসছে সানি দেওলের। কিন্তু সানি নিজে প্রায় সব আশায় জল ঢেলে দিয়েছেন।

‘বর্ডার ২’ নিয়ে যখন সিনেমহল উত্তেজিত, ঠিক তখনই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সানি দেওল। সেখানে তিনি লেখেন, ‘বাজারে একটা খবর ছড়িয়েছে। আমি নাকি কয়েকটি ছবির জন্য সই করেছি। কিন্তু আমি কোনও ছবিতে সই করিনি। গদর ২-এর সাফল্যই উপভোগ করছি। এটা নিয়েই ভাবছি’।

তবে ভক্তদের আশা জিইয়ে রেখে সানি এরপর যে কথা বলেন তাতে অনেকেই উত্তেজিত। সানি যোগ করেন, ‘আমি এখনও কোনও ছবিতে সই করিনি। তবে সোশ্যাল মিডিয়ায় খুব তাড়াতাড়ি একটা জিনিস জানাব’। তাতে কি ‘বর্ডার ২’-এর খবর থাকবে? সেই নিয়েই চলছে জল্পনা।




Leave a Reply

Back to top button