আবার নেহার (Neha Kakkar) অদ্ভুত ফটোশুট নিয়ে সমালোচনা তুঙ্গে, পুরোটাই প্রায় অন্তর্বাস এবং গাড়ির উপরে উঠে তিনি কি করছেন ছবিতে ?
গাড়ির ওপরে উঠে একি অদ্ভুত ফটোশুট! এবং ছবিতে ক্লিভেজ একেবারে স্পষ্ট জনপ্রিয় গায়িকা নেহা কাক্কারের (Neha Kakkar)

খুব জনপ্রিয় গায়িকা হিসেবে পরিচিত নেহা কাক্কার (Neha Kakkar) বলিউডের বেশ কয়েকটা হিট গান দিয়েছেন নেহা কাক্কার(Neha Kakkar) । সম্প্রতি দুবাইয়ের মাটিতে কোকাকোলার ইভেন্টে পারফর্ম করতে চলেছেন তিনি চলতি বছরের অক্টোবর মাসেই। তার পরবর্তী এই পারফরমেন্স নিয়ে তিনি বেশ ব্যস্ত রয়েছেন এই মুহূর্তে । তবে তিনি শত ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়াতে সর্বদা অ্যাক্টিভ । সব সময় তিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত ইনস্টাগ্রামে তার অনুরাগীদের সাথে শেয়ার করে চলেছেন। বিভিন্ন ফটোশুট রিলস একদম আপ টু ডেট । সম্প্রতি তিনি কিছু ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে আর নিমেষেই ভাইরাল হয়ে যায় সেই ছবি।

সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন যে সাদা রংয়ের অফ সোল্ডার টপ এবং সেই ক্রপ টপে তাকে অপরূপ সুন্দরী লাগছে। নীল লাইটের আবছা আলোয় তার ক্লিভেজ এবং অন্তর্বাস উঁকি মারছে। এবং তিনি ঘর্মাক্ত অবস্থায় ছবির উপরে ক্যাপশন দিয়েছে “শর্টি” । এই পোশাকে তিনি বেশ কিছু ছবি ইনস্টাগ্রাম এ আপলোড করো তার মধ্যে একটি ছবি ছিল তিনি গাড়ির ছাদে উঠে বসে রয়েছে। নিমিষে সেই ছবি লক্ষ লক্ষ ভিউয়ার বাড়িয়ে তোলে এবং ভাইরাল হয়ে যায়। লক্ষ লক্ষ শেয়ার হয় নেহা কাক্কারের এই ছবি। বেশ কিছু জন এই ছবির সমালোচনা ও কটাক্ষ করে এবং বেশ কিছু জন প্রশংসনীয় মন্তব্য প্রকাশ করে।

নেহার ছবির কমেন্ট সেকশনে তাঁর স্বামী রোহনপ্রীত সিং (Rohanpreet Singh) মন্তব্য করেন যে নেহার এই ফটোশুট গুলো দেখে তিনি আবার প্রেমে পড়ে গেলেন তিনি শুধু প্রেমই পড়েননি তিনি যেন প্রেমের আগুনে জ্বলছেন। বেশ কিছুদিন আগে রোহান প্রীত এবং নেহার বিবাহ বিচ্ছেদের গুজব নিয়ে সমালোচনার শুরু হয় তবে সেটি নিতান্তই একটি গুজব ছিল কারণ তাদের দাম্পত্য জীবন সম্প্রতি খুব সুখের এবং ভালোবাসার মধ্যে দিয়েই কাটছে।

প্রাসঙ্গিক, সম্প্রতি নেহা কাক্করের (Neha Kakkar) নতুন মিউজিক ভিডিও খুব শীঘ্রই প্রকাশ পেতে চলেছে। “দিল বেচারা” নামে এই মিউজিক ভিডিওটিতে সবথেকে বড় চমক হল তার স্বামী রোহনপ্রীত সিং (Rohanpreet Singh) কেও দেখা যাবে।